হোম > সারা দেশ

কৃষক-শ্রমিকদের কাছে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জামায়াত প্রার্থীর

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লা-৬ আসনে জামায়াতের প্রার্থী কাজী দ্বীন মুহাম্মাদ বলেন, “ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। গত ৫৪ বছরের দুঃশাসনে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা শুধু আশ্বাস দিয়েছে, বাস্তবতা ছিল ভিন্ন।” কৃষকদের জন্য সুদমুক্ত লোন, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, কৃষকবান্ধব বাজারব্যবস্থা এবং উদ্যোক্তাদের বিশেষ লোন প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

কুমিল্লা–৬ (আদর্শ সদর, কুমিল্লা মহানগরী, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কাজী দ্বীন মোহাম্মাদ রোববার (১৮ জানুয়ারি) দিনব্যাপী গণসংযোগ, উঠান বৈঠক ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের কাছে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “ছেলে-মেয়েদের ঘুষ ছাড়া চাকরি, এক হাতে সার্টিফিকেট, আরেক হাতে চাকরি—এটাই আমাদের টার্গেট। জামায়াতের দুজন মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল না। আমরা দুর্নীতি করি না, করতেও দেব না। ইউনিয়ন অফিসে সরকারি ফি ছাড়া অতিরিক্ত অর্থ আদায় ও ভূমি অফিসে দুর্নীতি বন্ধ করা হবে।”

তরুণদের উদ্দেশে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যেমন সফল হয়েছে, আপনাদেরও সেইভাবে এগিয়ে যেতে হবে, আমরা সফল হব ইনশাআল্লাহ।”

দুর্নীতি করব না, করতে দেব না”— ইউনিয়নের ওয়ার্ডে, গ্রামে পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সাথে এ কথা বলছেন এবং জুলাইযোদ্ধাদের জন্য ও দেশ বাঁচাতে হ্যাঁ ভোটের আহ্বান জানান তিনি ।রসুলপুর, ভুবনগড় হয়ে জামবাড়ী পর্যন্ত কৃষক-শ্রমিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এ সময় আসন্ন জাতীয় নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

গণসংযোগে অংশ নেন ইউনিয়ন আমির ডা. সিরাজুল ইসলাম, পাঁচথুবী ইউনিয়ন আমির মাওলানা আব্দুল কাদের, ইসলামী ছাত্রশিবিরের মহানগর সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত, মো. শাহজাহান, শিবিরনেতা নাজমুলসহ দলীয় নেতাকর্মীরা।

সন্ধ্যা ৬টায় নগরীর কান্দিরপাড় এলাকায় গণসংযোগ করেন তিনি। এতে অংশ নেন অঞ্চল সেক্রেটারি মাস্টার নুরে আলম বাবু, ১১ নং ওয়ার্ড আমির আশিকুল আমিন, ৮ নং ওয়ার্ড আমির মো. ফখরুল ইসলাম, ১২ নং ওয়ার্ড সেক্রেটারি ও কাউন্সিলর পদপ্রার্থী হাফেজ হুমায়ুন কবির, ৮ নং ওয়ার্ড সেক্রেটারি আক্তার জামিল, ১৩ নং ওয়ার্ড আমির ইস্রাফিল আলম ও সেক্রেটারি আমিনুর রহমান সোহেলসহ স্থানীয় নেতারা। হাসপাতাল রোডেসহ গণসংযোগ শেষে ভোটারদের প্রতি আবারও 'হ্যাঁ' ভোটের আহ্বান জানান তিনি।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে উন্নয়নে গতি সঞ্চার হবে

ট্রাক উল্টে মহাসড়কে সিলিন্ডারের ছড়াছড়ি, বিভাজকে পড়ে আছে লাশ

সিংগাইরে গণপিটুনিতে দুই গরুচোর নিহত

প্রার্থিতা বহাল ঘোষণার পর যা বললেন আবদুল আউয়াল মিন্টু

নিখোঁজের ৪৮ দিন পর বৃদ্ধের কঙ্কাল উদ্ধার

আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ আসামির বিচার শুরু

বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৭ জনের প‌রিচয় মিলেছে

ব্রাহ্মণবাড়িয়ায় যাছেন তারেক রহমান, প্রস্তুতি জেলা বিএনপির

চতুর্থ অবস্থান থেকে জামায়াত এখন প্রধান প্রতিদ্বন্দ্বী

গঙ্গাচড়ার তিস্তা চরে বালু উত্তোলন, হুমকিতে বাঁধ