হোম > সারা দেশ > রাজশাহী

যুবসমাজকে প্রশিক্ষণের মাধ্যমে জনশক্তিতে রূপান্তরিত করা হবে

বগুড়ায় তারেক রহমান

স্টাফ রিপোর্টার, বগুড়া

তরুণ যুবসমাজকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার বিকেলে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে ‘ডিজিটাল স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমি প্রথমেই শহীদ ওসমান হাদীর মাগফেরাত কামনা করছি। জুলাই আন্দোলনে যেসব তরুণ ভাইকে আমরা হারিয়েছি, তারা দেশের সম্পদ।

ডিজিটাল স্তম্ভ হচ্ছে ইন্টারনেটের অবাধ ব্যবহার নিশ্চিত করার একটি প্রতীক। বিএনপি আগামীতে সরকার গঠন করলে ফ্রিল্যান্সিং বা বিভিন্ন অনলাইন পেশায় জড়িতদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা তৈরি করা আমাদের অন্যতম লক্ষ্য হবে। আমাদের ৩১ দফাকে মূল ৭টি দফায় নিয়ে এসে তা বাস্তবায়নে কাজ করা হবে।”

তারেক রহমান আরও বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষার পাশাপাশি মানুষের চিকিৎসার জন্য যুগান্তকারী কর্মসূচি গ্রহণ করা হবে। সারাদেশে ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে ৮৫ শতাংশই হবে নারী। এ ছাড়া ইউরোপ, মধ্যপ্রাচ্য, জাপান এমনকি চীনের উপযোগী করে দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষা ও ভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপ করা হবে।”

শিক্ষার্থী ও যুবসমাজের জন্য ইন্টারনেট ব্যবহার সহজ করতে ফ্রি ওয়াই-ফাই চালুর ঘোষণা দিয়ে তিনি বলেন, “বগুড়ায় আগামীতে ২০টি স্থানে ফ্রি ইন্টারনেট কানেকশনের ব্যবস্থা করা হবে। ইতোমধ্যে সরকারি আজিজুল হক কলেজে এই সুবিধা চালু করা হয়েছে।”

দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ফ্যাসিস্টরা দেশকে ধ্বংস করে দিয়ে গেছে। এখন দেশ গড়ার সময়। কেউ কেউ অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে, আমাদের সজাগ থাকতে হবে। শহীদ জিয়াউর রহমান খাদ্য কর্মসূচি, গার্মেন্টস শিল্প ও রেমিট্যান্সের পথ উন্মোচন করে দেশকে স্বনির্ভর করেছিলেন। বেগম খালেদা জিয়া স্বৈরাচার হটিয়ে দেশকে এগিয়ে নিয়েছেন। একাত্তর ও চব্বিশের আন্দোলনে যারা শহীদ ও আহত হয়েছেন, আমরা সবসময় তাদের পাশে থাকতে চাই।”

বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এর সঞ্চালনায় ও সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক মেয়র অ্যাড. একেএম মাহবুবুর রহমান, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক শিক্ষাবিদ ও বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রফেসর একেএম ওয়াহিদুজ্জামান এ্যাপোলো, গোলাম মোহাম্মাদ সিরাজ, কাজী রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও সব পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

বরের জুতা লুকানোকে কেন্দ্র করে হামলা, ভেঙে গেল বিয়ে

আ. লীগ নেতা-কর্মীদের বিএনপিতে যোগদান, সমালোচনার ঝড়

বিএনপিতে যোগদানের আড়ালে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

গোয়ালঘরে শিকলবন্দি করে নির্যাতন, চার দিন পর উদ্ধার

সিলেট বিভাগের ৪৯ হাজার প্রবাসীর নিবন্ধন

মাঠভরা আলু তবুও দুশ্চিন্তায় কৃষকরা

পাউরুটি কিনে বাড়ি ফেরা হলো না বৃদ্ধের

শ্বশুর বাড়ি যেতে ‘সরকারি এম্বুলেন্স’ ব্যবহারের অভিযোগ প্রশাসকের বিরুদ্ধে

একই আসনে এমপি হতে চান আপন দুই ভাই

দাগনভূঞায় ফসলি জমির মাটিকাটায় দুই যুবকের কারাদণ্ড