হোম > সারা দেশ > খুলনা

ভেড়ামারায় দুর্বৃত্তদের গুলিতে কৃষক নিহত

উপজেলা প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া)

প্রতীকী ছবি

কুষ্টিয়ার ভেড়ামারায় রেফাজুল ইসলাম (৫২) নামের এক কৃষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুলিবিদ্ধ লালন মণ্ডল (৪৬) নামের আরো একজন আহত হয়েছেন।

শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গুলিতে নিহত রেফাজুল ইসলাম রায়টা নতুনপাড়া এলাকার মৃত জামাত মণ্ডলের ছেলে। গুলিবিদ্ধ হয়ে আহত লালন মণ্ডল একই এলাকার কালু মাঝির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা নতুনপাড়া এলাকার কৃষক রেফাজুল ইসলাম ও লালন মণ্ডল দোকানে কেনাকাটা করছিলেন। এ সময় কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত হঠাৎ খুব কাছ থেকে তাদের উদ্দেশ্যে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই রেফাজুল ইসলাম নিহত হন। গুলিবিদ্ধ হন লালন।

ভেড়ামারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ তালুকদার বলেন, রায়টা ঘাট এলাকায় রেফাজুল ইসলাম নামে একব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আহত হয়েছেন লালন মণ্ডল নামে আরো একজন। তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কারা এ হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। দোষীদের চিহ্নিতে অভিযান অব্যাহত রয়েছে।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ চুয়াডাঙ্গা ও তেঁতুলিয়ায়

মিন্টুর মনোনয়ন অবৈধ ঘোষণা করতে জামায়াতের প্রার্থীর আপিল

হাতিয়ায় বিএনপি–এনসিপি সংঘর্ষ, আহত ৯

আমরা চাই অবাধ ও নিরপেক্ষ নির্বাচন : ব্যারিস্টার খোকন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

লড়াই হবে সমানে সমান

খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন ইলিয়াস আলীর পরিবার

গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা না হলে সব রক্ত বৃথা যাবে: শামা ওবায়েদ

তীব্র শীতে কোল্ড ইনজুরি, দুশ্চিন্তায় কৃষকরা

মায়ের হাত ধরেও শেষ রক্ষা নয়, অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু