হোম > সারা দেশ > রংপুর

ডিমলায় গণঅধিকার পরিষদের ৭ নেতাকর্মীর জামায়াতে যোগদান

জেলা প্রতিনিধি, নীলফামারী

নীলফামারীর ডিমলায় গণঅধিকার পরিষদ (জিওপি) থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন উপজেলা সভাপতিসহ বিভিন্ন পর্যায়ের ৭ নেতাকর্মী।

শুক্রবার রাতে জেলার ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের চাপানিহাট বাজারে ঝুনাগাছ চাপানি ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তারা এই দলবদল করেন।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী -১ (ডোমার-ডিমলা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী ডিমলা উপজেলার নায়েবে আমীর কাজী হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারি কাজী রুকুনুজ্জামান বকুল, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি ওয়াহেদুজ্জামান বাবুল, উপজেলা যুব বিভাগের সভাপতি আশরাফুজ্জামান সাজু, উপজেলা সেক্রেটারি মাওলানা আমজাদ হোসেন এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওলানা জাহিদুল ইসলাম প্রমুখ।

মাওলানা আব্দুস সাত্তার নব যোগদানকারীদের স্বাগত জানিয়ে বলেন, জামায়াতে ইসলামীর দরজা দেশপ্রেমিক এবং ইসলামপ্রিয় মানুষের জন্য সবসময় খোলা। আমরা বিশ্বাস করি, এই যোগদানের মাধ্যমে ডিমলায় ইসলামী আন্দোলনের ভিত্তি আরো মজবুত হলো।

নব যোগদানকারী নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্য, গণঅধিকার পরিষদ ডিমলা উপজেলার সদ্য পদত্যাগী সভাপতি রেজাউল করিম, ডিমলা উপজেলার সদ্য পদত্যাগী সাধারণ সম্পাদক মাসুদ রানা। তাদের নেতৃত্বে আরো কয়েক জন নেতা কর্মী যোগদান করেন।

যোগদানকারীরা জানান, ইসলামিক আদর্শের প্রতি অবিচল আস্থা এবং দেশে দ্বীন কায়েমের উদ্দেশে তারা জামায়াতে ইসলামীর পতাকাতলে এসেছেন।

অনুষ্ঠানে যোগদানকারী দের পক্ষ থেকে বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদ ডিমলা উপজেলা সদ্য সাবেক সভাপতি রেজাউল করিম। তিনি বলেন, আমরা জামায়াতের নীতি নৈতিকতা ও দেশপ্রেম এ উদ্বুদ্ধ হয়ে জামায়াতে যোগদান করলাম।

দেশে সব রয়েছে—শুধু অভাব সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব

শ্বশুরের দায়ের কোপে পুত্রবধূ নিহত

আড়াইশ বছরের পুরোনো মুসলিম ঐক্যের প্রতীক দয়ামীর জামে মসজিদ

গঙ্গাচড়ার হোগলা ও কাশিয়া পাতার শৌখিন পণ্য যাচ্ছে ইউরোপের বাজারে

আমার দেশ-এ সংবাদ প্রকাশ, নতুন ঘর পেলেন শহীদ রনির মা

সরকারিকরণের ঘোষণা আজও বাস্তবায়ন হয়নি

মাটি ছাড়াই চারা উৎপাদনে সাফল্য কুমিল্লার রাব্বির

ঢাকায় তলব বরিশালের মনোনয়নপ্রত্যাশীদের

৩ হাজার টাকায় স্ত্রীকে দেয়া হয় বন্ধুদের কাছে, গ্রেপ্তার ৫

উখিয়ায় পৃথক অভিযানে ১০ হাজার ইয়াবা উদ্ধার