হোম > সারা দেশ > ময়মনসিংহ

জমি নিয়ে বিরোধ দুপক্ষের সংঘর্ষে নারীসহ আহত ২২

উপজেলা প্রতিনিধি, মদন (নেত্রকোনা)

নেত্রকোনার মদনে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার সকালে উপজেলার মদন সদর ইউনিয়নের ধনপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, ধনপুর গ্রামের মতিউর রহমান ও তাইজুল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল।

এ নিয়ে এক মাস আগেও দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় থানায় একাধিক মামলাও হয়েছে। দুপুরে আবার দুই পক্ষ বল্লম, টেঁটা, লাঠি, রামদাসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দেবাংশু কুমার জানান, ধনপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধে কয়েকদিন আগেও সংঘর্ষ হয়েছে। আগের ঘটনায় মামলা চলমান রয়েছে।

তিনি বলেন, শনিবার সকালে সংঘর্ষের খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

পাঁচবিবি সীমান্তে বিএসএফের বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা

চেক জালিয়াতি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

ঘন কুয়াশায় আবারো বন্ধ দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল

ঈশ্বরদীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার

হাদী হত্যার বিচার চেয়ে দান বাক্সে চিরকুট

খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র তুললেন বিএনপি নেতা

স্ত্রীর পর ছেলেকেও হারালেন আমার দেশ প্রতিনিধি আনছার

আমার দেশ পত্রিকার উজিরপুর প্রতিনিধির মায়ের ইন্তেকাল

ফসলি জমির টপসয়েল কাটায় জিতেন দাসকে জরিমানা

সৈয়দপুরে বিভাগীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত