হোম > সারা দেশ > রাজশাহী

ঈশ্বরদীতে ডিপ্লোমা কৃষিবিদদের ৮ দফা দাবিতে সড়ক অবরোধ

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

ডিপ্লোমা কৃষিবিদদের জন্য স্বতন্ত্র পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ ৮ দফা দাবিতে পাবনার ঈশ্বরদীতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে শহরের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

সোমবার (২২ ডিসেম্বর)সকালে পর্ব সমাপনী পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা ঈশ্বরদী শহরের রেলগেট এলাকায় প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন। এ সময় সড়কের দুই পাশে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য ও যৌক্তিক দাবিগুলো বাস্তবায়িত না হওয়ায় বাধ্য হয়েই তারা সড়ক অবরোধে নামতে বাধ্য হয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার,উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মমিনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানান। একপর্যায়ে দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যান। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

উল্লেখ্য, সারাদেশের মতো ঈশ্বরদী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও গত পাঁচ দিন ধরে ৮ দফা দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন

নবযাত্রার এক বছরে চট্টগ্রামে পাঠকের ভালোবাসায় সিক্ত ‘আমার দেশ’

বিএনপি ক্ষমতায় গেলে তিস্তার পানির হিস্যা বুঝে নেয়া হবে

খুলনায় আমার দেশ বর্ষপূর্তির আয়োজনে গণমানুষের ঢল

বিএনপির প্রার্থী ড. জালালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আড়াইহাজারে তিন স্বর্ণকারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, গ্রেপ্তার ১

মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বিএনপি প্রার্থী আনিসুল হক

দিনাজপুর-৬ আসনে ডা. জাহিদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

নীলফামারীতে নিখোঁজের একদিন পর যুবকের লাশ উদ্ধার

ভোলাহাট সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় আটক ২৭