হোম > সারা দেশ > রাজশাহী

দিনাজপুরে খামার আগুনে লেগে নিঃস্ব হলো একটি পরিবার

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

ছবি: আমার দেশ।

দিনাজপুরের খানসামা উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে একটি পোল্ট্রি খামারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে খামারের প্রায় এক হাজার মুরগি পুড়ে মারা গেছে এবং ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) ভোরবেলা খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের সাবেক গুলিয়াড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় গ্রামের বাসিন্দা মনজুরুল ইসলামের মালিকানাধীন মীম পোল্ট্রি খামারে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, ভোররাতে হঠাৎ খামার থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান তারা। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন খামারের পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় খামারে দায়িত্বরত কর্মীদের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা পানি ও বিভিন্ন উপকরণ ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে খামারের বড় একটি অংশ আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

খামার মালিক মনজুরুল ইসলাম জানান, ‘আগুনে খামারের ভেতরে থাকা প্রায় এক হাজার মুরগি পুড়ে মারা গেছে। এ ছাড়া টিনশেড অবকাঠামো, বৈদ্যুতিক সংযোগ, খাবারের মজুত, খাঁচা ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম পুড়ে গেছে। এতে আমার আনুমানিক ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

ঘটনাটি নিশ্চিত করে ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন বলেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে পোল্ট্রি খামারে অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ধরনের দুর্ঘটনা এড়াতে অগ্নিকাণ্ড প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আরও সজাগ ও সচেতন থাকতে হবে।’

ঘন কুয়াশায় আবারো বন্ধ দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল

ঈশ্বরদীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার

হাদী হত্যার বিচার চেয়ে দান বাক্সে চিরকুট

খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র তুললেন বিএনপি নেতা

স্ত্রীর পর ছেলেকেও হারালেন আমার দেশ প্রতিনিধি আনছার

আমার দেশ পত্রিকার উজিরপুর প্রতিনিধির মায়ের ইন্তেকাল

ফসলি জমির টপসয়েল কাটায় জিতেন দাসকে জরিমানা

জমি নিয়ে বিরোধ দুপক্ষের সংঘর্ষে নারীসহ আহত ২২

সৈয়দপুরে বিভাগীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নির্বাচন বানচালের চেষ্টা শক্ত হাতে প্রতিহত করা হবে: আদিলুর রহমান