হোম > সারা দেশ > ঢাকা

সাটুরিয়ায় নাশকতার মামলায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৫

উপজেলা প্রতিনিধি, সাটুরিয়া (মানিকগঞ্জ)

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

সোমবার (১০/১১/২৫) রাত ১১টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটকরা হলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, আ খ ম নুরুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল খালেক জামান মাষ্টার, উপজেলা ছাত্র লীগের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব, ফুকুরহাটি ইউনিয়ন ৬ নম্বর ওযার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, উপজেলা ছাত্র লীগের শ্রম বিষয়ক সম্পাদক মফিজুল রহমান।

থানা সূত্রে জানা যায়, আনিসুর রহমান ও মফিজুল রহমানকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হয়।

হাবিবুর রহমান হাবিব এবং বাকি দু’জনকে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর ১৩ আগস্ট ২৪ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিজয় মিছিলে চলাকালে দড়গ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় ভাঙচুর ও আগুনের মামলায় অন্যান্য মামলায় আদালতে পাঠানো হয়েছে।

সাটুরিয়া থানা অফিসার ইন চার্জ এ আর এম আল মামুন জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন নাশকতার কর্মসূচি পালন, সাধারণ জনমনে আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন জায়গা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

‘চট্টগ্রামের মানুষ নিশ্চিন্তে ঘুমাক’

আলফাডাঙ্গায় ৪৩ বছর পর সরকারি জায়গা দখল মুক্ত

কিশোরগঞ্জে বিএনপিতে দেড় শতাধিক হিন্দু ধর্মাবলম্বীর যোগদান

গোয়ালন্দে জুটমিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

পোষ্য কোটা বাতিল করল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

শ্যামনগরে পিস্তলসহ শীর্ষ চোরাকারবারী মামুন কয়াল আটক

হিসাবরক্ষণ দপ্তরে নিজের টাকা তুলতেও দিতে হয় ঘুষ

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত আরো এক যুবকের মৃত্যু

কিস্তিতে ফ্রিজ কিনে জেল খাটলেন গৃহবধূ

‘ডাকসু-জাকসুর ভিপি, জিএস ও এজিএসরা ছিলেন ছাত্রলীগের’