হোম > সারা দেশ > বরিশাল

আমতলী থানা থেকে জব্দকৃত জাটকা ইলিশ লুট

উপজেলা প্রতিনিধি, আমতলী (বরগুনা)

বাংলাদেশ নৌবাহিনী আমতলী নৌ-কনটিনজেন্ট, আমতলী থানা পুলিশ ও উপজেলা মৎস্য বিভাগের অভিযানে জব্দকৃত প্রায় ১৫০০ কেজি জাটকা ইলিশ, যার মূল্য ৯ লাখ টাকা, আমতলী থানার ভেতর থেকে প্রকাশ্যে লুট হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার বিকালে ঘটনার পর থেকেই আমতলীসহ পুরো বরগুনা জেলায় এ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে নিন্দার ঝড় ওঠে এবং দোষীদের শাস্তির দাবি জানানো হয়।

সূত্র জানায়, সরকারের নির্দেশনা অনুযায়ী ১ অক্টোবর থেকে সাগর ও নদীতে জাটকা ইলিশ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু বরগুনা, তালতলী ও কলাপাড়ার কিছু অসাধু জেলে সাগরে নিয়ম অমান্য করে অবাধে মাছ শিকার করে যাচ্ছিল।

বৃহস্পতিবার দুপুরে নৌবাহিনী, আমতলী থানা পুলিশ ও উপজেলা মৎস্য বিভাগ যৌথ অভিযান চালিয়ে কুয়াকাটা থেকে ঢাকাগামী বিভিন্ন পরিবহনে পাচারকৃত ১৫০০ কেজি জাটকা জব্দ করে থানায় নিয়ে আসে।

বিকালে ওই মাছ স্থানীয় ৫০টি এতিমখানায় বিতরণের প্রস্তুতি চলাকালে হঠাৎ দুই শতাধিক লোক— যাদের মধ্যে রাজনৈতিক দলের নেতাকর্মীরাও ছিলেন বলে অভিযোগ— থানা প্রাঙ্গণে ঢুকে সব মাছ লুট করে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, পুলিশের সামনেই মাছ লুট হয়েছে, কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। উপজেলা প্রশাসন যদি সঠিকভাবে বণ্টন করতো, তাহলে এমন বিশৃঙ্খলা হতো না।

তারা আরও বলেন, আগের দিন রাতেও মাছ জব্দ করা হয়েছিল, কিন্তু প্রশাসন সেই মাছ ও গাড়ির বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি। এর ফলেই এমন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে।

আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার বলেন, আমি প্রশিক্ষণে ছিলাম। ১৫০০ কেজি জাটকা ৫০টি এতিমখানায় বিতরণের সময় শতাধিক অজ্ঞাত ব্যক্তি এসে মাছ লুট করে নিয়ে গেছে।

আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, জব্দকৃত অর্ধেক মাছ এতিমদের মাঝে বিতরণ করা হয়েছে। বাকি অর্ধেক মাছ মানুষ নিয়ে গেছে। আমি ঠেকানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছি।

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খাঁন বলেছেন, বিষয়টি আমার জানা নেই। থানা একটি সুরক্ষিত জায়গা—সেখান থেকে মাছ লুট হওয়ার প্রশ্নই আসে না। তারপরও যদি লুট হয়ে থাকে, তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের দাবি, প্রশাসনের গাফিলতি ও আইনশৃঙ্খলা বাহিনীর উদাসীনতার কারণে মাছ লুট হয়েছে। তারা ঘটনাটির স্বচ্ছ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এস আলমের লোকজনও এখন নমিনেশন পাচ্ছে: কর্নেল অলি

সিপাহী-জনতার বিপ্লবই বাকশালী শাসনের অবসান ঘটায়

চাঁপাইনবাবগঞ্জে মনোনীত আমিনুলকে বয়কটের ডাক বঞ্চিত ৪ প্রার্থীর

সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর ইন্তেকাল

পুলিশের নিষ্ক্রিয়তায় খুনের নগরী চট্টগ্রাম

জামায়াত সরকার গঠন করলে বিএনপিসহ সবাইকে সাথে রাখবো: ডা. শফিকুর রহমান

শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের লাশ উদ্ধার

১২ দফা দাবিতে হাবিপ্রবি ছাত্রী সংস্থার স্মারকলিপি

টুঙ্গিপাড়ায় গাড়ি ভাংচুর ও মশাল মিছিল মামলায় দুই আ.লীগ নেতা কারাগারে

নেশাসক্ত ছেলেকে খুনিদের কাছে বিক্রি করে দেন মা