হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনীতে রেললাইনের ফিশপ্লেট বিচ্ছিন্ন করে নাশকতার চেষ্টা

জেলা প্রতিনিধি, ফেনী

ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনী অংশে ফিশপ্লেট বিচ্ছিন্ন করে নাশতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (৮ নভেম্বর) জেলার দক্ষিণ সহদেবপুর এলাকায় এ অপচেষ্টা চালানো হয়।

এ সময় দুর্বৃত্তরা বেশকিছু নাট খুলে ফিশপ্লেট আলাদা করে সিগন্যাল বাতির সাথে বাঁকা করে বেঁধে দেয়। খবর পেয়ে জিআরপি, পুলিশ ও রেল কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে মেরামত কাজ করায় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

স্থানীয়রা জানায়, গেটম্যান আমিনুল ইসলাম সকালে দায়িত্ব পালনে গিয়ে রেললাইনের ওপর এক টুকরো কাপড় ও খুলে ফেলা রেল বিট দেখতে পান। তাৎক্ষণিক তিনি বিষয়টি রেল পুলিশকে অবহিত করলে দেড়ঘণ্টা মেরামতকাজ করে লাইন সচল করা হয়।

ফেনী রেলওয়ে স্টেশন মাস্টার মো. হারুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ফেনী রেলস্টেশন থেকে প্রায় ১ হাজার ৫০০ মিটার দূরে দক্ষিণ সহদেবপুর রেলওয়ে ব্রিজসংলগ্ন এলাকায় রাতের আঁধারে রেলপথের যন্ত্রাংশ খুলে ফেলে দুর্বৃত্তরা। তারা রেলপথের আপলাইনে ৮৯ দশমিক শূন্য ১ অংশে একটি রেল বিটের ফিশপ্লেট, ছয়টি নাট, ২০টি কার্ড স্লিপার ও ৪০টি ইআরসি খুলে ফেলে। পরে তারা রেলবিটটি এক ফুট দূরে পাশের সিগন্যাল বাতির খুঁটির সঙ্গে বেঁধে দিয়ে পালিয়ে যায় ।

তিনি আরো বলেন, এটি পরিকল্পিত নাশকতার চেষ্টা বলে আমরা ধারণা করছি। দুর্বৃত্তদের এ ঘটনায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি সকাল সোয়া ৭টার বদলে সকাল সোয়া ৯টায় নির্ধারিত সময়ের ২ ঘণ্টা পরে অতিক্রম করে। এতে যাত্রীদের ভোগান্তি হয়েছে।

এ বিষয়ে ফেনী রেলওয়ের প্রকৌশল বিভাগের উপ-সহকারী প্রকৌশলী সারোয়ার আলম বলেন, এটি নাশকতা অথবা মাদকাসক্তদের কাণ্ড হতে পারে। এ বিষয়ে আমরা লাকসাম জিআরপি একটি অভিযোগ দায়ের করেছি।

বাবলাকে খুন করতে আসে ৫০ জন অস্ত্রধারী, ছিল একে-৪৭

বাঁশখালীতে মনোনয়নবঞ্চিত লিয়াকত সমর্থকদের মশাল মিছিল

সাংবাদিকদের দলীয় দাসত্ব থেকে বেরিয়ে আসতে হবে

শ্রীমঙ্গলে স্বামী-স্ত্রী সেজে পলাতক মাদক কারবারি গ্রেপ্তার

খুলনায় দুর্বৃত্তদের হামলায় আমার দেশ ব্যুরো প্রধানসহ দুই সাংবাদিক আহত

ফজলুল হক সেলবর্ষীর মৃত্যুবার্ষিকী পালিত

ঐক্যবদ্ধ না হলে ভয়াবহ পরিণতি হতে পারে : শামীম সাঈদী

কাপাসিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে প্রচারিত সংবাদের প্রতিবাদ

ইসলামী আন্দোলনের লোক হয়েও নিক্সন চৌধুরীর ‘মুরুব্বি’, এবার গ্রেপ্তার

কোম্পানীগঞ্জের বিএনপি প্রার্থী ফখরুলের মনোনয়ন বাতিল-বহিষ্কার দাবি