হোম > সারা দেশ > চট্টগ্রাম

শহীদ ওসমান হাদির স্মরণে সন্দ্বীপে গ্রাফিতি উদ্বোধন

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

সন্দ্বীপের মাটিতে আধিপত্যবাদ বিরোধী অকুতোভয় সেনানী শহীদ ওসমান হাদির বার্তা ছড়িয়ে দিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। আজ (রোববার) উপজেলা কমপ্লেক্স সীমানা প্রাচীরে জুলাই ছাত্র-জনতার উদ্যোগে অঙ্কিত শহীদ ওসমান হাদির গ্রাফিতি ও ম্যুরাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মংচিংনু মারমা।

শহীদ ওসমান হাদিকে বর্তমান প্রজন্মের কাছে ‘আধিপত্যবাদ বিরোধী আইকন’ হিসেবে বিবেচনা করা হয়। তার সেই বিপ্লবী স্পৃহাকে দেয়ালে দেয়ালে ফুটিয়ে তুলেছেন সন্দ্বীপের সাধারণ শিক্ষার্থীরা। গ্রাফিতিতে ওসমান হাদির প্রতিকৃতির পাশাপাশি আন্দোলনের সাহসী স্লোগানগুলো স্থান পেয়েছে, যা উপজেলা কমপ্লেক্সে আসা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করছে।

গ্রাফিতি উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা বলেন, শহীদ ওসমান হাদি বাংলাদেশের গর্ব এবং তার আত্মত্যাগ আমাদের দেশ ও দেশের মানুষের প্রতি দায়িত্বশীল হতে শেখায়। তিনি শিক্ষার্থীদের এই সৃজনশীল কাজের প্রশংসা করেন এবং প্রশাসনিক চত্বরেও বিপ্লবের এই স্মারক ধরে রাখার প্রতিশ্রুতি দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছাত্র প্রতিনিধি ও জুলাই যোদ্ধা মুজাহিদুল ইসলাম বলেন, ওসমান হাদি আমাদের শিখিয়েছেন কীভাবে মাথা নত না করে আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াতে হয়। তারা মনে করেন, এই গ্রাফিতি সন্দ্বীপের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ন্যায়ের প্রতীক হিসেবে দাঁড়িয়ে থাকবে।

উদ্বোধন শেষে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। উল্লেখ্য, গত বছরের ৫ আগস্টের পর থেকে সন্দ্বীপের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শিক্ষার্থীরা দেয়াল লিখনের মাধ্যমে বিপ্লবের ইতিহাস তুলে ধরলেও উপজেলা কমপ্লেক্সের এই গ্রাফিতি শহীদ ওসমান হাদির প্রতি বিশেষ সম্মাননা হিসেবে দেখা হচ্ছে।

শহীদ হাদি হত্যার বিচারের দাবিতে রাজশাহী–ঢাকা মহাসড়ক অবরোধ

ফেনীতে বিদ্যুৎ স্পৃষ্টে মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু

জমি সংক্রান্ত বিরোধে কিশোরকে কুপিয়ে জখম

কাউনিয়ায় আ.লীগ নেতা ও ইউপি সদস্য সোহরাব আলী গ্রেপ্তার

সাতকানিয়ায় বিশেষ অভিযানে বন্দুকসহ আটক ১

কুড়িগ্রাম সীমান্তে আবারো নারীসহ তিন ভারতীয় নাগরিককে পুশইন

ফেনীতে দিনভর দেখা মিলেনি সূর্যের, শীতে বিপর্যস্ত জনজীবন

বাগেরহাটে ৪ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন ২৫ প্রার্থী

সিলেটের ছয় আসন মনোনয়নপত্র সংগ্রহ অর্ধশত প্রার্থীর

বরিশালের সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা