স্ত্রীর যৌতুকের মামলায় ফেঁসে গেলেন বিএনপি নেতা মেরাজ আহমেদ মাহিন চৌধুরী। ওই মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
মেরাজ আহমেদ মাহিন চৌধুরী কক্সবাজার জেলা বিএনপির সদস্য ও রামু উপজেলা বিএনপির ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির সদস্য এবং বিএনপি মনোনীত রামু উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক চেয়ারম্যান প্রার্থী। তার বাবা আহমেদুল হক চৌধুরী ছিলেন রামু উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান।
যৌতুক নিরোধ মামলায় গত বুধবার কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-০২ এর বিচারক এসএম গিয়াস উদ্দিন এই পরোয়ানা জারি করেন।
আদালত সূত্র মতে, ২০২৫ সালের ৭৬২ সিআর মামলার প্রেক্ষিতে যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় এই পরোয়ানা জারি করা হয়।
সুত্র মতে, পরোয়ানায় কক্সবাজার জেলা পুলিশ সুপারের মাধ্যমে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আদেশ দেয়া হয়েছে- আসামি মেরাজ আহমদ মাহিন চৌধুরীকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার জন্য।
গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মেরাজ আহমদ মাহিন চৌধুরী কক্সবাজার জেলার রামু উপজেলার ফতেখারকুল ইউনিয়নের অফিসের চর লামারপাড়ার বাসিন্দা এবং রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মৃত আহমেদুল হক চৌধুরীর ছেলে।