হোম > সারা দেশ > রাজশাহী

শিবগঞ্জে বিএনপির কার্যালয়ে ভাঙচুর দুর্বৃত্তদের

উপজেলা প্রতিনিধি, (শিবগঞ্জ) চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপির কার্যালয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতে উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের আড়গাড়াহাট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাতের আঁধারে উপজেলার দাইপুকুরিয়ার আড়গাড়াহাট এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিএনপির কার্যালয়ে ভাঙচুর করা হয়।

এ সময় আসবাবপত্র ভাঙচুর করে কার্যালয়ে থাকা ধানের শীষ প্রতীক খুলে নিয়ে পাঁচটি খাঁচি পাশের খালের পানিতে ফেলে দেয়। একইসঙ্গে গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায় তারা।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম জুয়েল বলেন, এটি আমার ব্যক্তিগত অফিস হলেও দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করা হতো। শত্রুতাবশত কার্যালয়ে ভাঙচুর চালিয়ে ধানের শীষের খাঁচিগুলো পানিতে ফেলে দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিঁড়ে দেয়ার পাশাপাশি কিছু কাগজপত্র নিয়ে গেছে তারা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এদিকে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক মো. শাহজাহান মিঞা বলেন, এটি একটি পরিকল্পিত রাজনৈতিক হামলা। অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি হুমায়ন কবির বলেন, ঘটনাটি খতিয়ে দেখে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

লড়াই হবে সমানে সমান

খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন ইলিয়াস আলীর পরিবার

গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা না হলে সব রক্ত বৃথা যাবে: শামা ওবায়েদ

তীব্র শীতে কোল্ড ইনজুরি, দুশ্চিন্তায় কৃষকরা

মায়ের হাত ধরেও শেষ রক্ষা নয়, অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

গণতন্ত্র, ত্যাগ, সংগ্রামের কারণে বেগম জিয়া ছিলেন একটি প্রতিষ্ঠান: খোকন

কোস্ট গার্ডের অভিযানে বিদেশি মদসহ আটক ১

বিএনপিতে যোগ দিলেন সাবেক শিবির নেতা

আ.লীগ নেতার বাড়িতে ওসির ‘গোপন বৈঠক’