নিজ জন্মস্থান ঝালকাঠিতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে বিপ্লবী শহীদ ওসমান হাদির। শনিবার জোহর নামাজের পরে ঝালকাঠি ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
জানাজার পূর্বে বক্তব্য রাখেন এনসিপির জেলা আহবায়ক মাইনুল ইসলাম মান্না, গণ অধিকার পরিষদের ঝালকাঠি- ২ আসনের এমপি প্রার্থী মাহমুদুল হাসান সাগর, ছাত্রশিবিরের জেলা অফিস মাহমুদুল হাসান প্রমুখ।
জানাজাপূর্ব সমাবেশে বক্তারা বলেন, আজকের রাতের মধ্যে ইন্টারপোলের মাধ্যমে ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার করতে না পারলে রোববার সকাল ৯টা থেকে কঠোর কর্মসূচি পালন করা হবে।