হোম > সারা দেশ > বরিশাল

ভেড়ামারায় বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া)

কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নে ব্র্যাক অফিসের পাশে বিদ্যুৎস্পৃষ্টে ছেলে বিপ্লব সরদার (৩৫) কে বাঁচাতে গিয়ে মা জোসনা (৫৫) মৃত্যু হয়।

ঘটনাটি ঘটেছে শনিবার বিকেল ৪টার সময় চাঁদ গ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে। বিদ্যুৎস্পৃষ্টে মা ও ছেলের মৃত্যুর খবর পেয়ে আত্মীয় স্বজনদের কান্নায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় শনিবার সকালে বিপ্লব সরদার (৩৫) পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করতে চাঁদ গ্রাম মাঠে যায়। মাঠে চাষবাস সেরে পাওয়ার টিলার নিয়ে বাড়িতে আসতে ছিল বাড়ির কাছে তাদের নিজস্ব মুরগির ফার্মের তার ছিঁড়ে পাওয়ার টিলারের সঙ্গে প্যাঁচিয়ে যায়। পাওয়ার টিলার চালক বিপ্লবের চিৎকার করতে থাকলে ফার্মের ভেতরে তার মা জোসনা খাতুন (৫৫)কাজ করতে ছিল।

ছেলে বিপ্লবের চিৎকার শুনে মুরগির ফার্ম থেকে বেরিয়ে এসে ছেলেকে মা বাঁচাতে গিয়ে দু’জনেই বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে মারা যায়। বাড়ির ভিতরে থাকা লোকজন ঘটনাস্থল থেকে মা ও ছেলেকে উদ্ধার করে বাড়ির ভেতরে নিয়ে এসে ডাক্তারকে সংবাদ দিলে ডাক্তার এসে মা ছেলেকে মৃত বলে ঘোষণা করেন।

বিদ্যুৎস্পৃষ্টের মা ও ছেলের মৃত্যুর সংবাদ শুনে এলাকার আত্মীয়-স্বজনদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রব তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, তাদের নিজস্ব মুরগির ফার্মে ব্যবহৃত কারেন্টের তার ছিঁড়ে ছেলে ও মা বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন বিপ্লব সরদার (৩৫) পিতা হাবিল সদ্দার, মা জোসনা (৫৫) স্বামী হাবিল সদ্দার তাদের বাড়ি ২ নম্বর ওয়ার্ড চাঁদ গ্রাম।

বিএনপি সমর্থিত নুরের বিরুদ্ধে ঘোড়া নিয়ে লড়বেন মামুন

নির্বাচন একটি গণতান্ত্রিক রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণের অধ্যায়

মেঘনা নদী থেকে তিন জেলের লাশ উদ্ধার

মুফতি ফয়জুল করীমের আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

ধানের শীষের ভোট না চাওয়ায় নারীর মাথা ফাটালো যুবদল নেতা

পটুয়াখালী-৪ আসন ১০ দলীয় জোটের প্রার্থী আ.লীগের উপজেলা চেয়ারম্যান

আগামীতে যেনো ফ্যাসিস্ট না হয় সেজন্যই গণভোট: উপদেষ্টা ফরিদা আখতার

তারেক রহমানের আগমনে অতীতের সব রেকর্ড ভাঙবে বরিশালের জনসভা

নেছারাবাদে শতাধিক সনাতন ধর্মাবলম্বীর বিএনপিতে যোগদান

মেহেন্দিগঞ্জে যুবলীগ নেতাকে জামায়াত সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদান!