হোম > সারা দেশ > বরিশাল

ফুয়াদের নির্বাচনি প্রচারে যুবদলের বাধা-মারধর, প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

বরিশাল অফিস

বরিশাল-৩ আসনের ১০–দলীয় জোটের প্রার্থী আসাদুজ্জামান ভূঁইয়া ফুয়াদের প্রচারে বাধা ও মারধরের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল। ছবি: আমার দেশ

বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে ১০–দলীয় জোটের প্রার্থী ও এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদের নির্বাচনি প্রচারে বাধা ও মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে শনিবার মুলাদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

জামায়াত নেতা-কর্মীদের অভিযোগ, শুক্রবার বিকেলে আসাদুজ্জামান ফুয়াদের পক্ষে মুলাদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে প্রচার চালানো হয়। এ সময় জামায়াতের সভাপতি আরিফ হোসেন বয়াতির নেতৃত্বে কর্মীরা মুলাদী শহরে প্রচারে অংশ নেন।

অভিযোগ রয়েছে, মুলাদী পৌর যুবদলের সদস্যসচিব শাওন হাওলাদার ও তার অনুসারীরা ঘটনাস্থলে এসে প্রচারে বাধা দেন।

এ সময় দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে আরিফ হোসেন বয়াতিকে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় একাধিক কর্মী আহত হন। নিরাপত্তাহীনতার আশঙ্কায় শুক্রবার সন্ধ্যায় মুলাদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জামায়াত নেতারা দাবি করেন, নির্বাচন বানচালের উদ্দেশ্যে ভয়ভীতি সৃষ্টি করতেই এ হামলা চালানো হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে শনিবার দুপুর ১২টার দিকে মুলাদী উপজেলার ঈদগাহ ময়দান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

পরে মুলাদী কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু সালেহ, সেক্রেটারি মো. মোর্শেদ আলম, সহকারী সেক্রেটারি আবদুল মোতালেব, আবদুল্লাহ আহাদ ভূঁইয়া এবং পৌর জামায়াতের আমির মো. হুমায়ুন কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জামায়াত নেতা আরিফ হোসেন বয়াতি বলেন,“শুক্রবার বিকেলে আসাদুজ্জামান ফুয়াদের পক্ষে প্রচারণা চালানোর সময় মুলাদী পৌর যুবদলের নেতা-কর্মীরা আমাদের ওপর হামলা চালায়। আমাদের মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।”

তিনি অভিযোগ করেন, শাওন হাওলাদার, আরিফুর রহমান, মিন্টু ব্যাপারীসহ অর্ধশতাধিক যুবদল কর্মী এ ঘটনায় জড়িত ছিলেন।

তবে অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা শাওন হাওলাদার বলেন,“এই ঘটনায় যুবদলের কোনো সম্পৃক্ততা নেই। শুক্রবার বিকেলে আওয়ামী লীগের দোসররা আসাদুজ্জামান ভূঁইয়ার পক্ষে প্রচার চালানোর সময় বিএনপিকে নিয়ে কটূক্তি করলে স্থানীয় লোকজন তাদের ধাওয়া দেয়। এতে যুবদল জড়িত নয়।”

এ বিষয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরাফাত জাহান চৌধুরী বলেন,“ঘটনাটি নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

রাতের আঁধারে কৃষকের গরু জবাই করে পালাল দুর্বৃত্তরা

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রশাসনকে নিরপেক্ষ হতে হবে

আমাদের ঐক্যের অন্যতম প্রধান বুনিয়াদ হলো বাংলাদেশকে ভালোবাসা: মামুনুল হক

তারেক রহমান আমাকে ভোলার দায়িত্ব দিয়েছেন; ব্যারিস্টার পার্থ

ভোলা-২ আসনে নির্বাচন থেকে সরে গেলেন জামায়াত প্রার্থী

শাসক নয় সেবক হবে জামায়াত: শেখ নেয়ামুল করিম

বরিশালে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার শুরু

জলঢাকায় দাড়িপাল্লার সমর্থনে শোডাউন

পটুয়াখালী-৪ আসন: বিএনপি-চরমোনাই লড়াইয়ে ফ্যাক্টর আ.লীগের ভোট

গোপালগঞ্জে বিএনপির তিন বিদ্রোহী বহিষ্কার