হোম > সারা দেশ > বরিশাল

বিপৎসীমার ওপরে দক্ষিণাঞ্চলের ৬ নদীর পানি

বরিশাল অফিস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ ৬টি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। টানা বর্ষণ ও নদীর পানি বৃদ্ধির প্রভাবে বরিশালের নিম্মাঞ্চলসহ বিভাগের বিভিন্ন জেলার উপকূলবর্তী নিম্মাঞ্চল জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে।

বরিশাল পানি উন্নয়ন বোর্ড বরিশালের জল অনুসন্ধান বিভাগের উপ-সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বিভাগের গুরুত্বপূর্ণ নদীগুলোর ১২টি পয়েন্টের মধ্যে ৬টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্য নদীগুলোর পানিও বিপৎসীমার কাছাকাছি। বৃষ্টিপাত অব্যাহত থাকলে বাকি ছয়টি নদীর পানিও বিপদ করতে পারে।

তিনি জানান, বিষখালী নদীর পানি বরগুনা সদর উপজেলা পয়েন্টে ৩ সেন্টিমিটার, পাথরঘাটা উপজেলা পয়েন্টে ১৭ সেন্টিমিটার, বেতাগী উপজেলা পয়েন্টে ১ সেন্টিমিটার, ভোলা জেলায় মেঘনা নদীর তজুমদ্দিন উপজেলা পয়েন্টে ৬৭ সেন্টিমিটার, পিরোজপুর সদর উপজেলার বলেশ্বর নদীর পানি ১৩ সেন্টিমিটার, উমেদপুর পয়েন্টে কঁচা নদীর পানি ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একইভাবে বরিশাল কীর্তনখোলা নদী, ভোলা খেয়াঘাট এলাকায় তেঁতুলিয়া নদী, পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা পয়েন্টে পায়রা এবং বরগুনার আমতলী উপজেলা পয়েন্টে বুড়িশ্বর নদীর পানিও বাড়ছে।

জেলখানায় খালেদা জিয়ার ওপর বিষ প্রয়োগ করা হয়েছিল

গণসংযোগে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত ২০

স্বামীকে গলাটিপে হত্যায় পরকীয়া প্রেমিকসহ স্ত্রী আটক

৫৫ বছরেও চিহ্নিত হয়নি স্বরূপকাঠীর অধিকাংশ বধ্যভূমি

শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ

ছাত্রজীবন থেকে হাদি ছিলেন অসম্ভব মেধাবী: অধ্যক্ষ শহিদুল

ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি

খোলা আকাশের নিচে ১০২ ভূমিহীন পরিবার

ভোলায় অগ্রণী ব্যাংকে দুর্নীতির ‘শাস্তি’ পদোন্নতি

ওসমান হাদি গুলিবিদ্ধের প্রতিবাদে সড়ক অবরোধ