হোম > সারা দেশ > ঢাকা

হাদি হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি

সারা দেশে গায়েবানা জানাজা ও কফিন মিছিল

আমার দেশ ডেস্ক

জামালপুরে শনিবার ওসমান হাদির গায়েবানা জানাজা শেষে দোয়া করা হয়। আমার দেশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে গতকাল শনিবার সারা দেশে গায়েবানা জানাজা ও কফিন মিছিল করা হয়েছে। এসব কর্মসূচিতে ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়া হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।

গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদালয়ের শিক্ষার্থীরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা আদায় করেন। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ গায়েবানা জানাজা পড়ান পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আবু দারদা। জানাজায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। পরে সেখান থেকে ভারতের আগ্রাসনবিরোধী কফিন মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখান শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এর আগে সেখানে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী আজিজুর রহমান শান্ত, শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুৎ, ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ওবায়দুল ইসলাম, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আবু দারদা বক্তব্য দেন।

জামালপুর প্রতিনিধি জানান, জামালপুরে শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের ফৌজদারি মোড়ে ছাত্র-জনতা এ গায়েবানা জানাজার আয়োজন করে।

জানাজার আগে আলোচনা সভায় বক্তব্য দেনÑমুফতি মোস্তফা কামাল, ইকবাল হোসেন, জাকির হোসাইন, হাফেজ জয়নুল আবেদীন, রাকিবুল হাসান রাকিব, মীর ইসহাক হাসান, আমিমুল এহসান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। তার হত্যাকারীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে।

মৌলভীবাজার প্রতিনিধি জানান, মৌলভীবাজারে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই বিপ্লবী ওসমান হাদির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল দুপুরে স্থানীয় জামে মসজিদে নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সাবেক জেলা সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম সুয়েব। এতে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক ইউসুফ ইসলাহি। উপস্থিত ছিলেনÑতারেক আজিজ, আজিজ আহমদ কিবরিয়া, আব্দুল মুমিত, কামরুল ইসলাম, মোহাম্মদ আলাদ্দিন, আব্দুল্লাহ আল সুরমান প্রমুখ।

ঝালকাঠি প্রতিনিধি জানান, বিপ্লবী ওসমান হাদির নিজ জন্মস্থান ঝালকাঠিতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ জোহর ঝালকাঠি ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জানাজার আগে বক্তব্য দেনÑমাইনুল ইসলাম মান্না, মাহমুদুল হাসান সাগর, মাহমুদুল হাসান প্রমুখ।

জানাজাপূর্ব সমাবেশে বক্তারা বলেন, আজকের রাতের মধ্যে ইন্টারপোলের মাধ্যমে ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার করতে না পারলে রোববার সকাল থেকে কঠোর কর্মসূচি পালন করা হবে ।

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি জানান, শহীদ শরীফ ওসমান হাদি স্মরণে গতকাল দুপুরে দলীয় কার্যালয় থেকে উপজেলা জামায়াতের উদ্যোগে শোক র‌্যালি বের করা হয়। মনজুরুল ইসলাম রতনের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শিব্বির আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেনÑমাওলানা আব্দুল মুনতাকিম, ফেরদৌস আলম, মাওলানা আফজালুল হক প্রমুখ। দোয়া পরিচালনা করেন জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা জাহেদুল ইসলাম।

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ওসমান হাদির গায়েবানা জানাজা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। শনিবার সকালে উপজেলার বালিজুড়ী শাহ মাহমুদ ফাজিল ডিগ্রি মাদরাসা মাঠে এ জানাজা ও দোয়া অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা সাদিউর রহমান।

জানাজার আগে বক্তব্য দেনÑমাওলানা নুরুল আমিন, মোখলেছুর রহমান মোখলেস, ফরহাদ হোসেন, লেমন মিয়া, মাওলানা আব্দুল মান্নান, হামিদুর রহমান প্রমুখ। রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি জানান, রাণীশংকৈল কলেজ মাঠে গতকাল বিকালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেনÑমামুনুর রশিদ, বকুল মজুমদার, মোকারম হোসাইন, আল হাবিব প্রমুখ। গায়েবানা জানাজায় ইমামতি করেন জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি মাসউদ আলম। অপরদিকে গতকাল সন্ধ্যায় এনসিপি, গণঅধিকার পরিষদ ও ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিশিল অনুষ্ঠিত হয়।

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে প্রেস ক্লাব মোড়ে সিপিবি দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দীন মীরের সভাপতিত্বে বক্তব্য দেনÑদিবালেক সিংহ, মোরশেদ আলম, রমজান আলী, জহির রায়হান, শামছুল আলম খান। বক্তারা বলেন, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা না হলে দেশের মানুষ এ সরকারকে ক্ষমা করবে না। বিচারহীনতার সংস্কৃতি অব্যাহত থাকলে দেশে নারী ও সাধারণ মানুষের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে।

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি জানান, রংপুরের কাউনিয়া উপজেলায় শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা ও শোক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে শোকাবহ পরিবেশে কর্মসূচিগুলো পালন করা হয়। শনিবার বিকালে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। এর আগে কাউনিয়া বাসস্ট্যান্ড মোড় থেকে একটি শোক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জানাজা মাঠে গিয়ে শেষ হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

নওগাঁ প্রতিনিধি জানান, নওগাঁয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর আড়াইটায় শহরের নওজোয়ান মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মাজলিসুল মোফাচ্ছিরিন নওগাঁ জেলা শাখার সভাপতি মাওলানা হাবিবুর রহমান জানাজায় ইমামতি করেন।

জানাজায় প্রশাসনের কর্মকর্তা, বিএনপি, জামায়াত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি, হেফাজতে ইসলাম, এবি পার্টিসহ সাধারণ মানুষ অংশ নেয়।

জানাজাপূর্ব সমাবেশে বক্তব্য দেনÑজাহিদুল ইসলাম ধলু, মামুনুর রহমান রিপন, খন্দকার আব্দুর রাকিব, আ স ম সায়েম, কাজী আতিকুর রহমান, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, ইবনুল আবেদীন, ফজলে রাব্বি, আরমান হোসেন, তানজিম বিন বারী, সাদনান সাকিব, রাফি রেজোয়ান, মেহেদী হাসান প্রমুখ।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি জানান, শিবগঞ্জে শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ জোহর শিবগঞ্জ বরকতিয়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন এনসিপি শিবগঞ্জ উপজেলা শাখার প্রধান সমন্বয়ক জাহাঙ্গীর আলম। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সাধারণ মুসল্লিরা অংশ নেন।

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি জানান, শহীদ শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজায় জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, হাদি ভারতের আধিপত্যবাদ ও ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকার ব্যক্ত করেছিলেন। বর্তমান অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা প্রদানে ব্যর্থতার কঠোর সমালোচনা করে তিনি বলেন, হাদী কোনো রাজনৈতিক দলের এজেন্ট ছিলেন না বরং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কথা বলেছেন, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। গতকাল শনিবার সকালে রাজশাহীর গোদাগাড়ী হেলিপ্যাড মাঠে আয়োজিত গায়েবানা জানাজায় তিনি এসব কথা বলেন। জানাজা শেষে প্রয়াতের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দোয়া করা হয়।

মানিকগঞ্জ প্রতিনিধি জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে মানিকগঞ্জে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল থেকেই জেলার সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি ভবনগুলোয় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া ও নীরবতা পালন করা হয়।

মাদারীপুর প্রতিনিধি জানান, ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় মাদারীপুরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ জোহর টেকেরহাট বাসস্ট্যান্ডসংলগ্ন শেখ শাহী জামে মসজিদ প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। মুসল্লিরা তার কর্মময় জীবন স্মরণ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় উপস্থিত ছিলেন মুফতি আব্দুস সোবাহান, মাওলানা মিজবাউল ইসলাম প্রমুখ।

লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, লক্ষ্মীপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল আসরের নামাজের পর শহরের লিল্লাহ জামে মসজিদের সামনে এ জানাজা অনুষ্ঠিত হয়। পরে ওসমান হাদির জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ইমামগঞ্জ নাগেরহাট নূরানী দাখিল মাদরাসার সুপার মাওলানা আলমগীর কবির। এ সময় উপস্থিত ছিলেনÑশাহেদুর রহমান রাফি, সাইফুল ইসলাম মুরাদ, আরিয়ান রায়হান, আবদুল হামিদ খান, ফরিদ উদ্দিন, ইউনুস খান, এনামুল হক প্রমুখ।

টাঙ্গাইল প্রতিনিধি জানান, শনিবার বিকালে টাঙ্গাইল শহরের শহীদ মিনারে বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল শহর ও সদর উপজেলা শাখার উদ্যোগে জুলাইযোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদির জন্য আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অধ্যাপক মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাইফুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন টাঙ্গাইল জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদ, শহিদুল ইসলাম, মাজহারুল ইসলাম, অধ্যাপক ইকবাল হোসাইন বাদল প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে হাদির হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর সৈয়দপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে ছাত্র-জনতার উদ্যোগে শহরের পাঁচমাথা মোড়ে আয়োজিত এই জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এতে ইমামতি করেন সৈয়দপুর জেলা ওলামাদলের আহ্বায়ক কাজী শহীদুল ইসলাম। অংশ নেন শাহীন আকতার, শরফুদ্দিন খান, মাওলানা আব্দুল মোমেন, আব্দুল মুয়ীদ আলাল, এরশাদ হোসেন পাপ্পু, আজাদ হোসেন, সাহাবাজ উদ্দিন সবুজ, জাবেদ খান, শাকিল চৌধুরী, জাবেদ, সোয়েব, একরামুল, সানি, সায়মন, রনি।

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিপ্লবী শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে ছাত্র-জনতার উদ্যোগে শিবগঞ্জ সরকারি মডেল হাইস্কুল মাঠে হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন রাজশাহী মহানগরী জামায়াতের আমির মাওলানা ড. কেরামত আলী। এ সময় উপস্থিত ছিলেন সাদিকুল ইসলাম, বাবুল ইসলাম, এমএ আজিজ মাহমুদ, আবদুর রউফ, শামীম উদ্দিন, মামুন আল, শহিদুল্লাহ, আল বশরী হোসেন, ফাইয়াজ রহমান তনয়, সাইমুন সাদাব ও শাহাদাৎ হোসেনসহ অন্যরা।

তানোর (রাজশাহী) প্রতিনিধি জানান, হাদির মৃত্যুতে রাজশাহীর তানোরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার আসর নামাজের পর তানোর পৌরশহরের গোল্লাপাড়া বাজার ফুটবল মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন অধ্যাপক আবদুল খালেক, মাওলানা আলমগীর হোসেন, ডিএম আক্কাস আলী, আব্দুল মমিন, ডা. মিজানুর রহমান ।

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারের দাবিতে গাইবান্ধার সাঘাটায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাঘাটা উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলে অংশ নেন, এনসিপির জেলা যুগ্ম সদস্য সচিব হিরু মিয়া, আতাউর রহমান, মাহমুদ মোত্তাকিম মণ্ডল, আব্দুল করিম, মোশাররফ হোসেন প্রমুখ।

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি জানান, ওসমান হাদির মৃত্যুতে দিনাজপুরের খানসামা উপজেলায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার পাকেরহাট সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে ইমামতি করেন জুলাই আন্দোলনের যোদ্ধা সেকেন্দার আলী। নামাজ শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

ঝালকাঠির সাবেক মেয়র আফজাল কারাগারে

মির্জাগঞ্জে আ.লীগ নেতা ইউপি সদস্য গ্রেপ্তার

আ.লীগ নেতা ক্যাপ্টেন (অব.) মোয়াজ্জেম হোসেন গ্রেপ্তার

বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিল, সম্পাদক জসিম

থানায় ধর্ষণের অভিযোগ বৈষম্যবিরোধী নেত্রীর

বিপ্লবী হাদিকে শেষবারের মতো দেখতে না পারার আক্ষেপ নলসিটিবাসীর

ঝালকাঠিতে হাদির গায়েবানা জানাজা

জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে উত্তাল সারা দেশ

হাদির মৃত্যুতে শোকাবহ নলছিটি, ‘জাতীয় বীর’ ঘোষণার দাবি

হাদির হত্যাকারীদের দেশে এনে শাস্তির দাবিতে ঝালকাঠিতে সড়ক অবরোধ