হোম > সারা দেশ > বরিশাল

পিরোজপুরে আ. লীগ নেতা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

২ হাজার ৮৩২ কোটি ৭৪ লাখ ৩০ হাজার টাকার দুর্নীতি

জেলা প্রতিনিধি, পিরোজপুর

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা মো. মিরাজুল ইসলাম মিরাজ এবং তার স্ত্রী শামীমা আক্তারের বিরুদ্ধে প্রায় ২ হাজার ৮৩২ কোটি ৭৪ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মনিরুল ইসলাম বাদী হয়ে দুদক কার্যালয়ে মামলাগুলো দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মো. মিরাজুল ইসলাম মিরাজ ইফতি ইটিসিএল (প্রা.) লিমিটেড, ইফতি এন্টারপ্রাইজ ও সাউথ বাংলা ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী। তার নামে জমি, বাড়ি, ফ্ল্যাট ও দোকান ক্রয় বাবদ ৩৬ কোটি ৭৩ লাখ ৪৮ হাজার ৬৪৭ টাকা মূল্যের স্থাবর সম্পদ এবং বিভিন্ন ব্যাংকে সঞ্চয়, ব্যবসার মূলধন, কোম্পানির শেয়ারে বিনিয়োগ ও ৯টি গাড়ি ক্রয়সহ ৫০ কোটি ৬১ লাখ ৬৩৬ টাকা মূল্যের অস্থাবর সম্পদের তথ্য পায় দুদক। এতে তার মোট স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ দাঁড়ায় ৮৭ কোটি ৩৪ লাখ ৪৯ হাজার ২৮৩ টাকা।

দুদকের তদন্তে তার পারিবারিক ব্যয় ধরা হয় ২৯ কোটি ৪৯ লাখ ৪৩ হাজার ১৭৬ টাকা। তদন্তে দেখা যায়, মিরাজুল ইসলাম তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ৯৯ কোটি ১২ লাখ ৮৭ হাজার টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন ও ভোগদখলে রেখেছেন।

এছাড়া দুদক আরও জানতে পারে, সরকারি অর্থ আত্মসাতের মাধ্যমে অর্জিত ২ হাজার ৬৯১ কোটি ৪৪ লাখ ৮৪ হাজার টাকা ৯টি ব্যাংকের বিভিন্ন শাখায় জমা রেখে অবৈধ আয়ের উৎস গোপনের উদ্দেশ্যে একাধিকবার স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর করা হয়েছে। এসব অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করা হয়।

অপরদিকে, মিরাজুল ইসলামের স্ত্রী ও মেসার্স শিমু এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর শামীমা আক্তারের বিরুদ্ধে ২৪ কোটি ৪৫ লাখ ৫৩ হাজার ২৫১ টাকা মূল্যের জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগে পৃথক মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে এলজিইডির নিয়ুক্ত ঠিকাদার হিসেবে প্রকল্পের কাজ না করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।

দুদকের তদন্তে শামীমা আক্তারের নামে পারিবারিক ব্যয়সহ মোট ৩২ কোটি ৩৬ লাখ ৪৭ হাজার ২৩৯ টাকা মূল্যের সম্পদের তথ্য পাওয়া গেলেও তার গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া গেছে মাত্র ৭ কোটি ৯০ লাখ ৯৩ হাজার ৯৮৮ টাকা।

মামলার বাদী দুদক সহকারী পরিচালক মো. মনিরুল ইসলাম জানান, দুদকের উপপরিচালক মো. আমিনুল ইসলামের তদন্তে বিপুল অঙ্কের দুর্নীতির প্রাথমিক সত্যতা পাওয়ায় মিরাজুল ইসলাম মিরাজ ও তার স্ত্রী শামীমা আক্তারের বিরুদ্ধে পৃথক দুটি মামলা (মামলা নং-০১ ও ০২) দায়ের করা হয়েছে।

দলীয় কর্মীকে হামলার ঘটনায় জামায়াত–চরমোনাইয়ের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনকে হত্যার পরিকল্পনা নুরের

মুলাদীতে সেনা বাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ আটক ৮

হুকুম দিলে মাটির সঙ্গে মিশিয়ে দিতো: নুরুল হক নুর

যুবদল নেতার হামলায় জামায়াত কর্মী হাসপাতালে

এবার শিক্ষক সমিতি থেকেও সেই জামায়াত নেতা বহিষ্কার

জামায়াত প্রার্থীকে ভয়েস এসএমএস পাঠিয়ে প্রাণনাশের হুমকি

ভোলায় বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিমকে কারণ দর্শানোর নোটিস

হাসান মামুনের বিরুদ্ধে হামলা-হুমকির অভিযোগ নুরের

রাজাপুরে বিএনপির শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান