হোম > সারা দেশ > বরিশাল

ভিপি নুরের পক্ষে কাজ না করায় বিএনপির কমিটি বিলুপ্ত

জেলা প্রতিনিধি, পটুয়াখালী

পটুয়াখালী- ৩ (গলাচিপা ও দশমিনা) আসনে বিএনপির মনোনিত প্রার্থী গণ-অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের পক্ষে সাংগঠনিকভাবে কাজ না করায় ওই আসনের বিএনপির কমিটি বিলুপ্ত করেছে দলটির কেন্দ্রীয় কমিটি।

শনিবার সকালে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতি পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংসু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনের কাছে পাঠানো হয়।বিবৃতির মাধ্যমে গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির সাংগঠনিক কমিটি বিলুপ্তির বিষয়টি জানানো হয়।

দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী- ৩ আসনে বিএনপি আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী না দিয়ে গণ-অধিকার পরিষদের প্রার্থী ভিপি নুরুল হক নুরকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির একাংশ এই সিদ্ধান্ত বাস্তবায়নে সময় ক্ষেপন এবং মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা রাখেননি। তারা কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য দল থেকে সদ্য বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষে কাজ করছেন। এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় বিএনপি গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করা হয়। একই সঙ্গে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট নেতাকর্মীদের সতর্ক করা হয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনকে বিএনপির চেয়ারম্যানের গুলশান কার্যালয় থেকে তাঁকে ডাকা হলেও তিনি সারা দেননি বলে দলীয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে বিএনপির একজন দায়িত্বশীল নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ যদি ঐক্যবদ্ধ আন্দোলন ও নির্বাচনি কৌশলের বিরুদ্ধে অবস্থান নেন, তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া ছাড়া কোনো বিকল্প থাকে না। যা স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের বিরুদ্ধেও নেয়া হয়েছে।

গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, যে দলের নেতা বহিষ্কৃত হয় সেখানে কর্মীরা বহিষ্কৃত হবে এটাই স্বাভাবিক। বরঞ্চ তারা দেরি করেছে আমাদের অন্য প্রার্থীর পক্ষে কাজ করার সুযোগ নেই, আমরা হাসান মামুনের সাথেই আছি।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন বলেন, দুই উপজেলা কমিটি বিলুপ্ত হয়েছে এ বিষয়ে আমরা অবগত। আমরা কাগজ পেয়েছি।

খালেদা জিয়ার নামে এতিম, মিসকিন ও মাদ্রাসা ছাত্রদের নিয়ে কুলখানি

শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাউফল উপজেলা বিএনপি আহ্বায়ককে অব্যাহতি

বরিশালের নিষিদ্ধ ছাত্রলীগ নেতা উত্তরায় আটক

বিএনপি প্রার্থীর বিরুদ্ধে জামায়াতের সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে গণভোট জনসচেতনতায় রোড শো

ভোলায় হতদরিদ্রদের মধ্যে কম্বল ও খাবার বিতরণ

স্বাধীন ও মুক্ত গণমাধ্যমের স্বার্থে গণভোটে ‘হ্যা’ বলুন

পাথরঘাটায় জামায়াত নেতার পা ভেঙে দিলেন বিএনপিকর্মী

তজুমদ্দিনে চর দখলে হামলা, অভিযুক্ত বললেন- মেজর হাফিজের নির্দেশে এসেছি

পার্থর আসন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী