হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে ৮ দলীয় জোটের সমাবেশ, ১০ লক্ষাধিক জনসমাগমের ঘোষণা

বরিশাল অফিস

বরিশালে বাংলাদেশ জামায়াতে ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ইসলামী সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ বাস্তবায়নে যোগাযোগ ব্যবস্থায় হস্তক্ষেপ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জোটের নেতৃবৃন্দ। পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াতে ইসলামের ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। সব প্রতিবন্ধকতা মোকাবেলা করে বরিশালে ১০ লক্ষাধিক নেতা কর্মীর সমাগম করার প্রস্তুতি সম্পন্নের পথে বলে জানিয়েছেন ৮ দলীয় জোটের বরিশাল নেতৃবৃন্দ।

সোমবার সকাল সাড়ে ১১ টায় বরিশাল নগরীর একটি রেস্তরায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা কমিটির সভাপতি মাওলানা মো. সিরাজুল ইসলাম বলেন, ৫ দফা দাবীর পক্ষে দেশের ৭ বিভাগীয় নগরীতে সমাবেশের আয়োজন করা হয়েছে।

এ সমাবেশকে ঘিরে বরিশাল বিভাগের ৮ দলীয় জোটের নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। তিনি বলেন, মঙ্গলবারের সমাবেশে কমপক্ষে ১০ লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। ঘোষিত জুলাই সনদের আইনি ভিত্তি, জুলাই সনদ বাস্তবায়ন, জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবী, উচ্চ ও নিন্ম কক্ষে পি.আর পদ্ধতিতে নির্বাচন ও নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার দাবীতে মঙ্গলবারের এ বিভাগীয় সমাবেশ বলে জানান এ নেতা।

তিনি বলেন, এখনো নির্বাচানের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। বরিশালের বিভিন্ন জেলা উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াতে ইসলামের নেতা কর্মীদের মারধর ও পোস্টার লিফলেট ছিঁড়ে ফেলা হচ্ছে। প্রশাসন এখনো নিরপেক্ষ হতে পারেনি বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ জামায়াতে বাংলাদেশের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সহ-সেক্রেটারি ও বরিশাল সদর আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী মুয়াযয্ম হোসাইন হেলাল বলেন, জুলাই সনদে সব দল ও ঐক্যমত্য কমিশনের স্বাক্ষর হয়েছে। কিন্তু সেই সনদ বাস্তবায়নে নানা রকম অপচেষ্টা চলছে।

নির্বাচনের সাথে গণভোটের আয়োজন করার উদ্যোগের ফলে গণভোটের নানান সমস্যার মুখে পরেছে। হেলাল বলেন, এখনো নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি হয়নি। সারা দেশসহ বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে নেতা কর্মীদের উপর হামলা হচ্ছে। প্রশাসনকে আমরা বিষয়গুলো জানিয়েছি। অভিযোগের আগেই যেন প্রশাসন এ বিষয়ে ব্যবস্থা নেয় তার দাবী জানান তিনি।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন বাবর, নায়েবে আমির প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল, সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, জেলা আমির মাওলানা আব্দুল জব্বার, সহ সভাপতি মাওলানা জামিলুর রহমান, জেলা সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের বরিশাল জেলা সভাপতি মাওলানা মো. জুবায়ের গালিব, জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বরিশাল জেলা সভাপতি মো. মনির হোসেন, জেলা সেক্রেটারি নান্নু হাওলাদার, বরিশাল মহানগর খেলাফত মজলিসের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, বরিশাল পশ্চিম জেলা সভাপতি অধ্যাপক সাইদুর রহমান শাহীন, বরিশাল মহানগর সাধারণ সম্পাদক শামসুল আলম নজরুল। এছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলন, নিজামে ইসলাম ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেলা ও মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পটুয়াখালীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বরিশালে দোয়া ও মোনাজাত

মুসলিম ইনস্টিটিউটের সম্পত্তি রক্ষায় ‘ওলামা জোট’ গঠন

সমুদ্র থেকে লাফিয়ে জাহাজে উঠলো তিন মণ ইলিশ

অপরাধীদের দখলে স্বরূপকাঠি বিসিক শিল্পনগরী

বিএনপি ক্ষমতায় গেলে সংখ্যালঘুদের ৫৪ বছরের বঞ্চনা ঘুচে যাবে

দাঁড়িপাল্লা-হাতপাখা জীবনে জিততে পারেনি, পারবেও না: মোশাররফ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দৌলতখানে দোয়া মোনাজাত

বাংলাদেশের মানুষ নতুন শাড়িতে পুরোনো বউ দেখতে চায় না

আলেম-ওলামাদের সাথে ঐক্যমত্য হতে হবে, না হলে সংঘাত অনিবার্য