ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, ছাত্রশিবির কোনো শিক্ষার্থীকে পথভ্রষ্ট হতে দেয় না। ছাত্রছাত্রীদের মধ্যে লুকায়িত মেধাগুলোকে সুচারুরূপে বিকশিত করে তাদের গন্তব্যে পৌঁছার জন্য প্রাণপণ চেষ্টা করছে। ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ছাত্রশিবির প্রতিষ্ঠার পর থেকেই মেধা ও নৈতিকতায় প্রাধান্য দিয়ে সংগঠনটি ইতোমধ্যে দেশে প্রথম এবং প্রধান ছাত্র সংগঠনে পরিণত হয়েছে।
বছরের পর বছর ধরে ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে বহু অপপ্রচার চলেছে বলে অভিযোগ করে তিনি বলেন, এর কিছুই কাজে আসেনি। জুলাই বিপ্লবের মাধ্যমে এটা প্রমাণ হয়েছে। এমনকি ছাত্রশিবিরের ব্যাপারে যে ধরনের অপপ্রচার চলেছে তার জবাব ইতোমধ্যে ডাকসু, জাকসু, রাকসু ও চকসুর মাধ্যমে দিয়েছেন শিক্ষার্থীরা। আশা করছি, ভবিষ্যতেও ছাত্রছাত্রীরা ইসলামের সুমহান পতাকাতলে একত্রিত হলে বাতিলের অপপ্রচার ব্যর্থ হবে।
গতকাল মঙ্গলবার জেলা পরিষদ মিলনায়তনে ভোলা সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি।
ছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, আমরা ইসলামের সুমহান আদর্শ আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। পালন করা না করা সেটা আপনাদের বিষয়।’
ভোলা সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি ইমরান হোসাইন নাবিলের সভাপতিত্বে ও শহর শাখার প্রকাশনা সম্পাদক আবদুল গনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন।