ভোলায় আইন শৃঙ্খলা কমিটির সভায়
ভোলার দৌলতখানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা বজায় রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে শান্তিপূর্ণ সভা সমাবেশ ও গণসংযোগ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামী।
সোমবার (২৬ জানুয়ারি) দৌলতখান উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান সাজু ও জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাসান তারেক হাওলাদার তাদের বক্তব্যে আইন শৃঙ্খলা মেনে শান্তিপূর্ণ নির্বাচনের কথা তুলে ধরেন।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী।
সভায় বক্তব্য রাখেন, নৌবাহিনীর লে. কমান্ডার আলভি. কোস্টগার্ডের লেফটেন্যান্ট কমান্ডার রাশেদ, দৌলতখান থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সিকদার, উপজেলা সরকারি কমিশনার (ভূমি) শাওন মজুমদার।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অসিত রঞ্জন দাস, সাংবাদিক জাকির আলম, দক্ষিণ জয়নগর ও মেদুয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নির্বাচনি আচরণ বিধি মেনে নির্বাচন করার জন্য এবং শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে প্রশাসনকে রাজনৈতিক দলের পক্ষ থেকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।