পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের বিএনপি দলীয় জোট সমর্থিত গণঅধিকার পরিষদের প্রার্থী নুরুল হক নুর বলেছেন, আমি যদি হুকুম দিতাম, তাহলে হামলা কারীদের মাটির সঙ্গে মিশিয়ে দিতো। কিন্তু আমি ধৈর্য ধরেছি, কোনো প্রতিহিংসা চাই না।”
বুধবার বিকেল ৪টার দিকে দশমিনা উপজেলার আলীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপি ও গণঅধিকার পরিষদের যৌথ আয়োজনে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি অভিযোগ করে বলেন, মঙ্গলবার গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নে ট্রাক প্রতীকের মিছিল চলাকালে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থকেরা মিছিলে বাধা দেন এবং তার কর্মীদের ওপর হামলা চালান। এ সময় পুলিশ উপস্থিত থাকলেও উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় বলে দাবি করেন তিনি।
নির্বাচনী সমীকরণ প্রসঙ্গে নুর বলেন,“এই আসনে বিএনপির কোনো আলাদা প্রার্থী নেই। বিএনপি আমাকে সমর্থন দিয়েছে। আমি বিএনপি ও গণঅধিকার পরিষদের যৌথ প্রার্থী।”
তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের কথা উল্লেখ করে বলেন, তারেক রহমানের মনোনীত প্রার্থী বিজয়ী না হলে এলাকার উন্নয়ন ব্যাহত হবে।
স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনকে উদ্দেশ করে নুরুল হক নুর বলেন, “জনগণ যাকে ভোট দেবে, সে-ই এমপি হবে। তবে হুমকি দিয়ে ভোট পাওয়া যায় না। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল হতে পারে।
নির্বাচনি জনসভায় বিএনপি দলীয় জোট সমর্থিত গণঅধিকার পরিষদের প্রার্থী নুরুল হক নুরের এমন ”বক্তব্য নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। জনসভায় বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।