মৎস্য ও প্রাণি সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আগামীতে যেনো কোনো ফ্যাসিস্ট সৃষ্টি না হয় গণভোট মূলত সেজন্যই অনুষ্ঠিত হবে। সোমবার দুপুরে পিরোজপুরে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেছেন।
মৎস্য ও প্রাণি সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বাজারের বিভিন্ন পণ্য বিক্রির প্যাকেজের সাথে তুলুনা করে বলেন, গণভোট চারটি প্রশ্ন নিয়ে একটি প্যাকেজ। এ প্যাকেজে এমন সব মৌলিক বিষয় আনা হয়েছে যে আপনি যেমন বাজারের পণ্যের প্যাকেজের কোনো একটি বাদ দিয়ে নিতে পারেন না। তেমনি গণভোটের ৪টি প্রশ্নের বিষয়ে আপনি সম্মত হয়ে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দিতে পারেন। আর সম্মত না হলে না হলে ‘না’ এর পক্ষে ভোট দিতে পারেন। আমরা এখানে এসেছি গণভোটের ব্যাপারে ভুল ধারণা বা বিভ্রান্তির বিষয়টা পরিষ্কার করতে।
তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন হবে। সেই সরকারের দায়িত্ব থাকবে। আর এখানে আমাদের ভূমিকাটা হচ্ছে অন্তর্বর্তী সরকার যাবার আগে সংস্কার বিষয়ে জনগণের মাধ্যমে মতামত নিয়ে সেটাকে দিয়ে যাওয়া। যাতে নির্বাচিত সরকার এসে সে অনুযায়ী কাজ করতে পারে।
তিনি আরো বলেন, আমরা আমাদের কর্তব্য পালন করতে এসেছি এখানে কোন আইন লংঙ্ঘন হয়নি। আমরা আমাদের কেবিনেটে সিদ্ধান্ত নিয়ে এ কাজ করছি। জণগনের কাছে আমরা যেনো বলতে পারি শুধুমাত্র একটি নির্বাচন দেয়ার জন্য এ সরকার গঠন হয়নি, আগামী সরকার কেমন হবে সে বিষয়ে জণগণের রায় নেয়ার জন্য এ সরকার।
জেলা প্রশাসন আয়োজিত সুধী সমাবেশে জেলা প্রশাসক আবু সাঈদ এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহম্মেদ সিদ্দকী, জেলা নির্বাচন অফিসার মো: আব্দুল মান্নান, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক পরিক্ষিৎ চৌধুরী।