বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ঐতিহাসিক মুহূর্তে আমরা যে ঐক্য করেছি আমাদের ঐকের অন্যতম প্রধান বুনিয়াদ হলো বাংলাদেশকে ভালোবাসা। শনিবার (২৪ জানুয়ারি) ১০ দলীয় ঐক্য জোটে পিরোজপুর-২ আসনে বাংলাদেশ জায়ামাতে ইসলামীর প্রার্থী শামীম সাঈদীর নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমাদের বুনিয়াদ হলো বাংলাদেশ থেকে দুর্বৃত্তপানা এবং গুন্ডামির রাজনীতি বন্ধ করা। বাংলাদেশ এই গুন্ডামি, দুর্বৃত্তপানা, চাঁদাবাজি, লুটপাটের রাজনীতির কারণে স্বাধীনতার ৫৪ বছর পরেও বাংলাদেশ এখনো পর্যন্ত তার নিজস্ব টার্গেট পর্যন্ত পৌঁছতে সক্ষম হয়নি। বাংলাদেশের ছাত্র জনতা রক্ত দিয়ে প্রায় দের সহস্র মায়ের কোল খালি করে যে বিপ্লব এনে দিয়েছে সেই বিপ্লবকে আজ ব্যর্থ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র ডানা বাধতে শুরু করে দিয়েছে। পরাজিত সকল শক্তি জুলাই বিপ্লবের বিপক্ষে অবস্থান নেয়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছি।
মামুনুল হক বলেন, দীর্ঘ ১৫ বছর নির্যাতন এবং জুলুম, গুম, খুন, হত্যা,বাংলাদেশের স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদের যাকাতল থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য যে ঐতিহাসিক জুলাই গণ বিপ্লব হলো, যে বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ আবার তার সক্রিয় স্বাধীনতার ধারায় ফিরে আসতে সক্ষম হলো। সেই জুলাই বিপ্লবের কোনো প্রধান নেতা ছিল না। বাংলার আপামর জনসাধারণ এদেশের পরিবর্তনকারী বিপ্লবীদের নেতা ছিল। জনতার ঐক্যবদ্ধ জুলাই বিপ্লবের যেমনি ভাবে সকল ফ্যাসিবাদ বাঁশের ফারার মতো লুটিয়ে পড়েছিল। আজ এই পরিবর্তন গামী বাংলার মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, এই ঐক্যের স্রোতে সব ভেসে যাবে ইনশাল্লাহ।