হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যের মৃত্যু

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারে মিয়ানমার সীমান্তে দায়িত্ব পালন করতে গিয়ে মাইন বিস্ফোরণে আহত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য আক্তার হোসেন মারা গেছেন। শুক্রবার ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টায় মারা যান তিনি।

বিজিবি সূত্র জানায়, গত ১২ অক্টোবর নায়েক আক্তার হোসেন কক্সবাজার ব্যাটালিয়নের অধীনে রেজু আমতলী বিওপিতে অস্থায়ীভাবে সংযুক্ত দায়িত্ব পালন করছিলেন। ওইদিন সকালে পেয়ারাবুনিয়া সীমান্ত এলাকায় টহলরত অবস্থায় মাইন বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন।

আহত অবস্থায় তাকে দ্রুত রামু সেনানিবাসের সিএমএইচে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে পরদিন বিজিবির হেলিকপ্টারে করে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গতকাল সকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি।

চিকিৎসকদের তত্ত্বাবধানে টানা ৪৫ মিনিট ধরে সিপিআর প্রদান করা হলেও তার হৃদস্পন্দন ফিরে আসেনি। দুপুর সাড়ে ১২টায় তাকে মৃত ঘোষণা করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, নায়েক আক্তার হোসেনের মৃত্যুতে পুরো বাহিনীতে গভীর শোক নেমে এসেছে। কর্তৃপক্ষ তাকে শহীদের মর্যাদা প্রদান করেছে।

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম খায়রুল আলম বলেন, দেশের সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে আমরা এক সাহসী সহযোদ্ধাকে হারালাম। নায়েক আক্তার হোসেনের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, নায়েক আক্তার হোসেনের লাশ পরে নিজ জেলা ভোলার দৌলতখানে পূর্ণ সামরিক মর্যাদায় দাফন করা হবে।

নোবিপ্রবিতে এক বছরেও হয়নি ছাত্রলীগের বিচার

রামুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

টেকনাফে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ১৯

মুখ থুবড়ে পড়েছে সীতাকুণ্ড পৌরসভার নাগরিকসেবা

কুতুবদিয়া ডাকঘরে পাঁচ বছর ধরে বন্ধ ৬ সেবা

হাইমচরে মসজিদের ছাদ থেকে অটোচালকের লাশ উদ্ধার

মেঘনায় তীর রক্ষা বাঁধ নির্মাণে ধীরগতি ভাঙন আতঙ্কে এলাকাবাসী

বঙ্গবন্ধু পরিষদের নেতা এখন সোনালী ব্যাংক জিয়া পরিষদের সভাপতি

শতাধিক দেশে যাচ্ছে কুমিল্লার মাতৃভাণ্ডারের রসমালাই

১২ বছর ধরে পৌর ভবনে বসবাস নির্বাহী কর্মকর্তার, এসির বিল দিচ্ছেন পৌরবাসী