হোম > সারা দেশ > চট্টগ্রাম

জালে ধরা পড়লো ১৮ কেজির পোপা মাছ, দাম ১ লাখ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন সাগরে জেলের জালে ধরা পড়েছে ১৮ কেজি ওজনের একটি কালো পোপা মাছ। মাছটির দাম চাওয়া হয়েছিল ১ লাখ টাকা। পরে ৯৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। 

রোববার (২৮ সেপ্টেম্বর) সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে আব্দুল মোনাফের মালিকানাধীন ট্রলারের জালে মাছটি ধরা পড়ে।

ট্রলার মালিক আব্দুল মোনাফ সাংবাদিকদের জানান, তার ট্রলারের জেলেরা সাগরে জাল ফেলে মাছ শিকার করছিলেন। এ সময় অন্যান্য মাছের পাশাপাশি বড় আকারের একটি কালো পোপা মাছ ধরা পড়ে। এটির ওজন ১৮ কেজি।

তিনি বলেন, মাছটি সেন্টমার্টিন বাজারে এক লাখ টাকা দাম হাঁকিয়েছিলাম। পরে তা ৯৫ হাজার টাকায় বিক্রি করি। যেটি স্থানীয় মাছ ব্যবসায়ীরা কিনে নেন।

টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, বড় কালো পোপা মাছ খেতে যেমন সুস্বাদু, তার দামও বেশি।

মাছটির বায়ুথলী সার্জিক্যাল কাজে ব্যবহৃত হয় বলে দাম বেশি বলে মন্তব্য করেন তিনি।

চরফ্যাশনে ইসলামী আন্দোলনের সভাপতি যোগ দিলেন জামায়াতে

সন্ত্রাসীদের অভয়ারণ্য সীতাকুণ্ডের ছলিমপুর

নোয়াখালীতে হাজতখানায় পরিবার নিয়ে দুই আ.লীগ নেতার ‘বেয়াইখানা’

সীতাকুণ্ডে নিহত র‍্যাব কর্মকর্তা আব্দুল মোতালেবের দাফন সম্পন্ন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বহুতল ভবন নির্মাণ, সংঘর্ষের আশঙ্কা

বাবা… তুমি আমাদের রেখে চলে গেলে কেন?

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানাকে গুড়িয়ে দেওয়া হবে: র‍্যাব ডিজি

বিউটি পার্লার থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

বিদেশি পিস্তল ও ইয়াবা নিয়ে ধরা মাদক কারবারি বর্মাইয়া রফিক

হান্নান মাসউদের পক্ষে পূর্ণ সমর্থন ঘোষণা ১০ দলীয় জোটের