হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়ায় জুলাই আন্দোলনের অস্ত্রধারীরা এখনো অধরা

রবিউল হোসেন, পটিয়া (চট্টগ্রাম)

জুলাই আন্দোলন চলাকালে পটিয়ায় এভাবে গুলি করে আওয়ামী অস্ত্রধারীরা। ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী ১৫ মাস পার হলেও পটিয়ায় অস্ত্রধারীরা অধরা রয়ে গেছে। ২০২৪ সালের ৪ আগস্ট পটিয়া উপজেলা গেটস্থ এলাকায় আওয়ামী লীগ সন্ত্রাসীরা বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীদের ওপর গুলি চালালে অর্ধশতাধিক গুলিবিদ্ধসহ শতাধিক আহত হয়। অনেকে পঙ্গুত্ব বরণও করেছেন। এ ঘটনার কয়েকটি মামলা হলেও এজাহারভুক্ত উল্লেখযোগ্য আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

তাছাড়া দীর্ঘসময় পার হলেও উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের তৎপরতা দেখা যায়নি । এ কারণে নিরাপত্তার শঙ্কায় দিন কাটাচ্ছেন বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় আহতরা এবং মামলার বাদীরা। অপরাধীদের ধরতে প্রশাসনের তৎপরতা নেই এমন অভিযোগ রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের।

জানা যায়, কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া সরকার পতন আন্দোলনের সময় ২০২৪ সালের ৪ আগস্ট সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলা গেট এলাকায় পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদরাসার ছাত্র এবং সর্বস্থরের ছাত্র-জনতা মিছিল নিয়ে আসলে সেখানে তাদের ওপর নির্বিচারে গুলি করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা।

এ বিষয়ে আন্দোলনের পটিয়ার সমন্বয়কারী কাসেম আল নাহিয়ান আমার দেশকে বলেন, ‘ছাত্র-জনতাকে হত্যার উদ্দেশ্যে গুলি বর্ষণকারী সন্ত্রাসীরা গ্রেপ্তার না হওয়া অত্যন্ত দুঃখজনক। আমরা আশা করছি, প্রশাসন দ্রুত সন্ত্রাসীদের আইনের আওতায় আনবে।’ এ ঘটনায় চোখ হারানো পটিয়া আল-জামিয়া আল ইসলামিয়া মাদরাসার ছাত্র মোর্শেদ বলেন, ‘ঘটনার ১৫ মাস পার হলেও উল্লেখযোগ্য আসামিরা গ্রেপ্তার না হওয়ায় আমরা হতাশ। আমি নিজে ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে প্রায় চার মাস হাসপাতালে ভর্তি ছিলাম। বর্তমানে চোখ হারিয়ে মানবেতর জীবনযাপন করছি।’

ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার বাদী এনামুর রশিদ ক্ষোভ প্রকাশ করে আমার দেশকে বলেন, ‘২০২৪ সালের ৪ আগস্ট আমাদের ওপর হামলায় সরাসরি অংশগ্রহণ করা অনেকেই এখনো এলাকায় অবস্থান করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী অবস্থান নিয়ে গুজব ছড়ানোসহ বিভিন্ন অপতৎপরতা চালাচ্ছে। নিজের শঙ্কার কথা তুলে ধরে তিনি প্রতিবেদককে বলেন, অস্ত্রধারীদের গ্রেপ্তার করতে পুলিশ প্রশাসন যেন জোরালো ভূমিকা রাখে।’

পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম আমার দেশকে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে অবৈধ অস্ত্র উদ্ধার এবং জুলাই আন্দোলনে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি করেন তিনি।’

পটিয়া উপজেলা জামায়াতের আমির জসিম উদ্দীন আমার দেশকে বলেন, ‘অবৈধ অস্ত্র উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশী তৎপরতা বাড়ানো উচিত।’

এ বিষয়ে যোগাযোগ করা হলে পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান আমার দেশকে বলেন, ‘আসামিদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আমরা নিয়মিত অভিযান অব্যাহত রেখেছি। অস্ত্র উদ্ধার না হওয়ার বিষয়টি স্বীকার করে ওসি বলেন, তৎপরতা আরো বৃদ্ধি করা হবে। চলতি সপ্তাহে কয়েকজন আসামি গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান।

নির্বাচনের ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ: ইসি আনোয়ারুল ইসলাম

দেশের স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার: নৌ পরিবহন উপদেষ্টা

নিখোঁজের ৩ দিন পর যুবকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ

ফেনীতে বধ্যভূমি স্মৃতিস্তম্ভ নির্মাণে কোটি টাকা লুটপাট

চট্টগ্রামে বাবলা খুনের আসামি রায়হানের খোঁজে র‌্যাব

১৩ নভেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ম্যাসাকারের পরিকল্পনা আ.লীগের

বিএনপি কর্মী খুনে বিদেশি পিস্তল, ধরা পড়ল ছয় শ্যুটার

জব্দকৃত ৭ হাজার প্যাকেট বিদেশি সিগারেট থেকে ৪ হাজারই গায়েব

ভারতীয় আধিপত্য বিরোধী সংসদ গঠিত হোক: হাসনাত

বিএনপি নেতা তোতা চেয়ারম্যানের খুনিদের নিয়ে ধানের শীষের প্রচারণা