হোম > সারা দেশ > চট্টগ্রাম

দুর্ভোগ এড়াতে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর ব্যতিক্রমী সাইকেল র‍্যালি

উপজেলা প্রতিনিধি, সন্দ্বীপ (চট্টগ্রাম)

নির্বাচনি প্রচারণা মানেই মোটরসাইকেল শোডাউন, তীব্র হর্ণের শব্দ আর জনদুর্ভোগ—এ ধারণা ভেঙে দিয়ে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে বিএনপি প্রার্থীর এক ব্যতিক্রমী সাইকেল র‍্যালি। মঙ্গলবার সকাল ১১টায় মুছাপুর বদিউজ্জামাল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র‍্যালি শুরু হয়ে শেষ হয় গাছুয়া একে একাডেমি প্রাঙ্গণে। প্রায় পাঁচ শতাধিক সাইকেল অংশ নেয় এ শোভাযাত্রায়।

চট্টগ্রাম-০৩ (সন্দ্বীপ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন আমার দেশকে বলেন, আমরা জনগণের জন্য রাজনীতি করি, জনগণকে ভোগান্তিতে ফেলতে নয়। তাই মোটরসাইকেলের বিকল্প হিসেবে শান্তিপূর্ণ সাইকেল র‍্যালি আয়োজন করেছি।

বিএনপির ঘোষিত ৩১ দফা প্রচারের অংশ হিসেবে র‍্যালিতে নেতৃত্ব দেন—উপজেলা যুবদলের সদস্য সচিব এম এ আজিজ, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাওন রকি, পৌরসভা বিএনপির সদস্য মনিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা প্রজন্মদলের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নজরুল ইসলামসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা। সারিকাইত, মুছাপুর, মগধরা, রহমতপুর, মাইটভাঙ্গা এবং গাছুয়া ইউনিয়নের যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের অসংখ্য নেতা-কর্মী র‍্যালিতে যোগ দেন।

র‍্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর রাজপথে সংগ্রাম, কারা নির্যাতন ও স্বৈরাচারী সরকারের দমনপীড়নের মধ্যেও যিনি অটল থেকেছেন—তিনি ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। তারা আরও উল্লেখ করেন, বারবার আক্রমণ, মামলা ও হয়রানির পরও বেলায়েত হোসেন দলের আদর্শ ও তৃণমূল সংগঠনকে ধরে রেখেছেন। বক্তারা তাকে সন্দ্বীপের রাজনীতিতে “আশার প্রতীক” এবং “পরীক্ষিত সাহসী নেতৃত্ব” বলে আখ্যা দেন।

সমাবেশ থেকে নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিকট আহ্বান জানান, চট্টগ্রাম-০৩ (সন্দ্বীপ) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন দেওয়া হোক পরীক্ষিত ও সাহসী নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে।

চরফ্যাশনে ইসলামী আন্দোলনের সভাপতি যোগ দিলেন জামায়াতে

সন্ত্রাসীদের অভয়ারণ্য সীতাকুণ্ডের ছলিমপুর

নোয়াখালীতে হাজতখানায় পরিবার নিয়ে দুই আ.লীগ নেতার ‘বেয়াইখানা’

সীতাকুণ্ডে নিহত র‍্যাব কর্মকর্তা আব্দুল মোতালেবের দাফন সম্পন্ন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বহুতল ভবন নির্মাণ, সংঘর্ষের আশঙ্কা

বাবা… তুমি আমাদের রেখে চলে গেলে কেন?

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানাকে গুড়িয়ে দেওয়া হবে: র‍্যাব ডিজি

বিউটি পার্লার থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

বিদেশি পিস্তল ও ইয়াবা নিয়ে ধরা মাদক কারবারি বর্মাইয়া রফিক

হান্নান মাসউদের পক্ষে পূর্ণ সমর্থন ঘোষণা ১০ দলীয় জোটের