হোম > সারা দেশ > চট্টগ্রাম

সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকালে কুমিল্লায় বিভিন্ন মহলের শোক প্রকাশ

জেলা প্রতিনিধি, কুমিল্লা

দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমানের মমতাময়ী মা অধ্যাপিকা মাহমুদা বেগমের মৃত্যুতে কুমিল্লার সর্বস্তরের মানুষ শোকাহত। বিভিন্ন মহল থেকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, হাজী আমিনুর রশিদ ইয়াছিন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, সদস্য সচিব ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মরহুমার জীবনের সব গুনাহ মাফ করে তাকে যেন জান্নাতের উচ্চ মোকাম দান করেন, নেতৃবৃন্দ সেই দোয়া করেছেন।

এদিকে অধ্যাপিকা মাহমুদা বেগমের মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজী জসীম উদ্দিন, আদর্শ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক রেজাউল কাইয়ুম, বুড়িচং উপজেলা বিএনপির আহ্বায়ক এটিএম মিজানুর রহমান চেয়ারম্যান, কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোবারক হোসেন, জেলা বিএনপি , জামায়াত , এনসিপি, এবি পার্টি, হেফাজতে ইসলামসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।

শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মরহুমাকে যেন জান্নাতবাসী করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই দোয়া করেছেন নেতৃবৃন্দ।

শোকবার্তায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিন জানান, দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমানের মমতাময়ী মা অধ্যাপিকা মাহমুদা বেগম একজন বড়মাপের মানুষ ছিলেন। তিনি আমাদের কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে শিক্ষকতা করেছেন। তার অনেক ছাত্র কুমিল্লা শহরে আছে। আমি গভীর শোক প্রকাশ করছি। মরহুমাকে যেন আল্লাহ জান্নাতবাসী করেন।

চরফ্যাশনে ইসলামী আন্দোলনের সভাপতি যোগ দিলেন জামায়াতে

সন্ত্রাসীদের অভয়ারণ্য সীতাকুণ্ডের ছলিমপুর

নোয়াখালীতে হাজতখানায় পরিবার নিয়ে দুই আ.লীগ নেতার ‘বেয়াইখানা’

সীতাকুণ্ডে নিহত র‍্যাব কর্মকর্তা আব্দুল মোতালেবের দাফন সম্পন্ন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বহুতল ভবন নির্মাণ, সংঘর্ষের আশঙ্কা

বাবা… তুমি আমাদের রেখে চলে গেলে কেন?

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানাকে গুড়িয়ে দেওয়া হবে: র‍্যাব ডিজি

বিউটি পার্লার থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

বিদেশি পিস্তল ও ইয়াবা নিয়ে ধরা মাদক কারবারি বর্মাইয়া রফিক

হান্নান মাসউদের পক্ষে পূর্ণ সমর্থন ঘোষণা ১০ দলীয় জোটের