দেবিদ্বারে হাসনাত আব্দুল্লাহ
“হাসিনার চেয়ে দেশে বড় হুমকিবাজ আর কেউ ছিল না, তাকেও পোলাপান গোনেনি” বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের জামায়াত-এনসিপি জোটের প্রার্থী এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
শুক্রবার সকাল থেকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ও ভানী ইউনিয়নের বিভিন্ন গ্রামে অনুষ্ঠিত নির্বাচনি পদযাত্রায় অংশগ্রহণ করে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “হারাম খেয়ে সেই হারামের টাকায় সন্তান বড় করলেও সে বড় হয়ে চাঁদাবাজি করবে। বাবা চাঁদাবাজ হলে ছেলেও চাঁদাবাজি, মামলাবাজি করবে। আমাদের কাছে চাঁদাবাজ-মামলাবাজের কোনো ঠাঁই নেই।”
হাসনাত বলেন, “আওয়ামী লীগের সময় কবর থেকে এসেও ভোট দিয়েছে, আমরা কবরবাসীকে ভোটকেন্দ্রে কষ্ট দিতে চাই না। আপনারা দেখেছেন, যারা ১৫ বছর আগে মারা গেছেন, তাদেরও ভোট দেওয়া হয়েছে। আমরা চাই না মৃত মানুষের ভোট দিয়ে জেতার চেষ্টা করুক। আপনারা যারা আছেন, তারাই ভোট দেবেন, আমি আপনাদের সহযোগিতা চাই। আপনারা আমার জন্য ১০-১৫ দিন খাটবেন, আমি পাঁচ বছর আপনাদের জন্য খাটনি দেব।”0
তিনি বলেন, “আপনারা ফজরের নামাজ পড়ে ভোটকেন্দ্রে যাবেন, ভোট দিয়ে এসে বাড়ির কাজ করবেন। আমি আপনাদেরই ঘরের সন্তান ধর্ম-বর্ণ কিংবা দল-মতের ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। প্রশাসনের উপস্থিতিতেও যদি কেউ ভোট ডাকাতির চেষ্টা করে, তাহলে সম্মিলিতভাবে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, “আমি আপনাদের সন্তান, এখন নির্বাচন করছি, যার কাছে আপনাদের সব কথা বলতে পারবেন। আমার আন্টিরা প্রতিদিন অন্তত ১০ জন ভোটারের সঙ্গে কথা বলে আমার প্রতীকের পক্ষে ভোট নিশ্চিত করবেন। যারা আগ্রহ দেখায় না, তাদের কাছেও হাসিমুখে গিয়ে ভোট চাইবেন। আমার প্রতীক ‘শাপলা কলি’র জন্য শুধু আপনাদের একটি ভোট ও দোয়া কামনা করছি।”
এ সময় নির্বাচনি পদযাত্রায় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদ, দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম, এনসিপির দেবিদ্বার উপজেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম, যুবশক্তির কেন্দ্রীয় নেতা নাহিদুল ইসলাম নাহিদসহ বিভিন্ন ইউনিয়ন-পৌরসভার এনসিপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।