হোম > সারা দেশ > চট্টগ্রাম

কোস্টগার্ডের অভিযান সাড়ে ৫ হাজার কেজি সামুদ্রিক মাছসহ ৫৩ জেলে আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

সমুদ্র মোহনায় দায়িত্ব পালন করা কোস্টগার্ড পৃথক দুটি অভিযান চালিয়ে সামুদ্রিক মাছসহ ৫৩ জন জেলেকে আটক করেছে। একই সাথে ৩টি আর্টিসানাল ট্রলিং বোট ও ৩০টি ট্রলিং জাল জব্দ করা হয়। এই অভিযানে সাড়ে ৫ হাজার কেজি সামুদ্রিক মাছও জব্দ করা হয়। জব্দ করা ট্রলিং বোট ও সামুদ্রিক মাছের মূল্যমান প্রায় সাড়ে ৬ কোটি টাকা।

বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০টার দিকে কোস্টগার্ডের বাঁশখালী কন্টিনজেন্ট চট্টগ্রামের বাঁশখালীর খাটখালী নদীর মোহনায় বিশেষ অভিযান চালায়। অভিযানকালে ওই এলাকা থেকে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে জব্দ করা বোটে তল্লাশি করে প্রায় ২৮ লাখ টাকা মূল্যের ৫টি ট্রলিং জাল ও ২৫০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ ১৬ জন জেলেকে আটক করা হয়।

অপরদিকে, বুধবার দিবাগত মধ্যরাত ৩টার দিকে কোস্ট গার্ড জাহাজ ‘সবুজ বাংলা’ কক্সবাজারের সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন উত্তর-পশ্চিম সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানকালে ওই এলাকা থেকে ২টি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে জব্দ করা বোটে তল্লাশি করে প্রায় ৬ কোটি ২৮ লাখ টাকা মূল্যের ২৫টি ট্রলিং জাল ও ৩০০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ ৩৭ জন জেলেকে আটক করা হয়।

ওই কোস্ট গার্ড কর্মকর্তা জানান, জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং জাল, সামুদ্রিক মাছ ও আটককৃত জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এই ধরণের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

হাদি হত্যার প্রতিবাদে ভারতীয় অ্যাম্বাসির সামনে বিক্ষোভ, নওফেলের বাসায় আগুন

নোয়াখালীতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৭

পুলিশ হেফাজতে ছাত্রলীগ নেতার সেলফি, দুই পুলিশ সদস্য ক্লোজড

আমি মামলা করি না ডাইরেক্ট ওয়ারেন্ট করি, বিএনপি নেতা

লক্ষ্মীপুর-৪ আসনে মনোনয়নপত্র নিয়েছেন আ.লীগের সহসভাপতি

ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য দিলেই গ্রেপ্তার: চাঁদপুরের ডিসি

আমাকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়াবে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা

বুলেট দিয়ে ভালোবাসা কেনা যায় না: হাসনাত আব্দুল্লাহ

সীমান্তে ৬২ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি আটক

সন্ত্রাস নির্মূলে ‘চরম পন্থা’ অবলম্বনেও পিছপা হবে না পুলিশ: সিএমপি কমিশনার