চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সিএনজিচালিত এক অটোরিকশা চালকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চৌধুরী পুকুরপাড়া এলাকায় সড়কের পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়।
নিহত নুরুল ইসলাম (৫৫) উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের রমজান আলী সিকদার গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জলিল। তিনি জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।