হোম > সারা দেশ > চট্টগ্রাম

মনোহরগঞ্জ মাদরাসা মাঠে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা

উপজেলা প্রতিনিধি, মনোহরগঞ্জ (কুমিল্লা)

সামান্য বৃষ্টি হলেই কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষ্মণপুর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা মাঠে জলাবদ্ধতা দেখা দেয়। পুরো মাঠজুড়ে থইথই করছে পানি। এতে দুর্ভোগের শিকার হচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা। ডেঙ্গু আতঙ্কে উদ্বিগ্ন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক মহল।

জানা গেছে, জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের শরীরচর্চা, জাতীয় সংগীত পরিবেশন এবং খেলাধুলা ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ ছেড়ে মাঠে নামতে পারছে না। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বর্ষাকালে বৃষ্টির পানিতে পুরো মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হয় বলে জানিয়েছেন মাদরাসা কর্তৃপক্ষ।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান লক্ষ্মণপুর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার পাশেই রয়েছে সড়ক, পুকুর ও বাজার। সড়ক ও বাজার থেকে মাদরাসার মাঠ নিচু হওয়ার পাশাপাশি পানি নিষ্কাশনের কোনো সুব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই মাদরাসার মাঠ পানিতে টুইটম্বুর হয়ে যায়। জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীরা বারান্দা দিয়ে চলাচল করছে। নোংরা ও বিষাক্ত পানি মাড়িয়ে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে প্রবেশ করতে হয়।

মাদরাসার শিক্ষার্থী শাওন ও আয়েশা আক্তার বলেন, ‘সামান্য বৃষ্টি হলেই মাঠে পানি জমে থাকে। ফলে শ্রেণিকক্ষের বাইরে বের হতে পারি না। জলাবদ্ধতার কারণে মাদরাসার শ্রেণিকক্ষে আবদ্ধ হয়ে থাকতে হয়। মাঠের ঘাস ও আগাছা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে, চারপাশে স্যাঁতসেঁতে পরিবেশে মশা বংশবিস্তার করছে। এতে ডেঙ্গু আক্রান্তের আশঙ্কায় আমরা চিন্তিত’।

লক্ষ্মণপুর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. ছানা উল্লাহ বশারী বলেন, সড়ক ও বাজারের পানি এসে পুকুর এবং মাদরাসার মাঠে বৃষ্টির পানি জমে থাকার কারণে শিক্ষক-শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছে না। তাই দ্রুত পানি নিষ্কাশনব্যবস্থা এবং মাদরাসা মাঠ ভরাটের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি। এ বিষয়ে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয় যোগাযোগ করা হলে মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি বলেন, বিষয়টি আমাকে অবগত করা হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি।

চরফ্যাশনে ইসলামী আন্দোলনের সভাপতি যোগ দিলেন জামায়াতে

সন্ত্রাসীদের অভয়ারণ্য সীতাকুণ্ডের ছলিমপুর

নোয়াখালীতে হাজতখানায় পরিবার নিয়ে দুই আ.লীগ নেতার ‘বেয়াইখানা’

সীতাকুণ্ডে নিহত র‍্যাব কর্মকর্তা আব্দুল মোতালেবের দাফন সম্পন্ন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বহুতল ভবন নির্মাণ, সংঘর্ষের আশঙ্কা

বাবা… তুমি আমাদের রেখে চলে গেলে কেন?

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানাকে গুড়িয়ে দেওয়া হবে: র‍্যাব ডিজি

বিউটি পার্লার থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

বিদেশি পিস্তল ও ইয়াবা নিয়ে ধরা মাদক কারবারি বর্মাইয়া রফিক

হান্নান মাসউদের পক্ষে পূর্ণ সমর্থন ঘোষণা ১০ দলীয় জোটের