হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘দেশের শিক্ষা ও সংস্কৃতির ভিত্তি ধ্বংস করা হয়েছে’

চট্টগ্রাম ব্যুরো

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, গত ১৬ বছরে আমাদের শিক্ষা ও সংস্কৃতির মূল ভিত্তি ধ্বংস করে ফেলা হয়েছে। এখন এটা পুনরুদ্ধার করতে সময় লাগবে। কিন্তু এই কাজ শুরু করতে হবে এখন থেকেই।

সোমবার জেলা শিল্পকলা একাডেমি, জিয়া স্মৃতি জাদুঘরসহ সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শেষে দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, গত ১৬ বছরে শিক্ষা ও সংস্কৃতি লালন করে এমন প্রতিষ্ঠানগুলোর কাঠামোও ভেঙে ফেলা হয়েছে। অন্তর্বর্তী সরকারের এই স্বল্প সময়ে যা মেরামত করা সম্ভব নয়। তারপরও সরকার এই কাজ শুরু করেছে। আগামীর গণতান্ত্রিক সরকার এই ধারাবাহিকতা অব্যাহত রাখলে খুব শিগগিরই আমরা নিজেদের সংস্কৃতির ভিত্তি তৈরি করতে পারব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরো বলেন, গত ১৬ বছর ধরে চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘরকে অবহেলিত অবস্থায় রাখা হয়েছে। এটি সংস্কার ও রক্ষণাবেক্ষণের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। খুব শিগগিরই এটিকে একটি পূর্ণাঙ্গ জাদুঘরে পরিণত করা হবে। শুধু তাই নয়, এই জাদুঘর কেন্দ্রিক একটি রিসার্চ টিম থাকবে।

যারা মহান মুক্তিযুদ্ধ ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনের ওপর রিসার্চ করবে। এছাড়া সারাদেশে ছড়িয়ে থাকা ইতিহাস ও ঐতিহ্যের বিভিন্ন কার্যক্রমকে তালিকাভুক্ত করা হচ্ছে। এগুলোকে জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়া হবে। এতে করে আমাদের বর্ণিল সাংস্কৃতিক ভিত্তি আরো মজবুত হবে।

তিনি বলেন, প্রাথমিকভাবে চট্টগ্রামের জব্বারের বলী খেলা আর সাম্পান বাইচকে এ বছর জাতীয় ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এই ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ সময় চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানমসহ মন্ত্রণালয় ও জেলাপ্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরাইলে তারেক রহমানের জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি

রায়পুরের এক জেলের লাশ হিজলাতে উদ্ধার

রামগঞ্জে আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার

কোনো মানুষকে এত মারে! কী অপরাধ ছিল তার

র‍্যাব সদস্য নিহতের ঘটনায় বিএনপিকে জড়ানো সুপরিকল্পিত

জিয়াকে হত্যার মাধ্যমে বিএনপিকে হত্যা করতে চেয়েছিল

নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল উল্টে বিএনপি নেতা নিহত

চরফ্যাশনে ইসলামী আন্দোলনের সভাপতি যোগ দিলেন জামায়াতে

সন্ত্রাসীদের অভয়ারণ্য সীতাকুণ্ডের ছলিমপুর

নোয়াখালীতে হাজতখানায় পরিবার নিয়ে দুই আ.লীগ নেতার ‘বেয়াইখানা’