হোম > সারা দেশ > চট্টগ্রাম

১২ আওলিয়ার মাজার জিয়ারত করে ধানের শীষের প্রচারে আসলাম চৌধুরী

আলেম-ওলামা, মাদ্রাসা শিক্ষক ও এতিমদের সঙ্গে সাক্ষাৎ

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

চট্টগ্রাম-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আসলাম চৌধুরী ধর্মীয় ভাবগাম্ভীর্য, মানবিকতা ও গণসংযোগের মধ্য দিয়ে ধানের শীষের নির্বাচনি প্রচার শুরু করেছেন। ওলি ও আওলিয়াদের মাজার জিয়ারতের পাশাপাশি তিনি আলেম-ওলামা, মাদ্রাসা শিক্ষক ও এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করে ধানের শীষের পক্ষে জনসমর্থন প্রত্যাশা করেন।

বৃহস্পতিবার ভোরে ফৌজদারহাট জলিলস্থ স্টেশন ফকিরা জামে মসজিদে ফজরের নামাজ আদায়ের পর অধ্যাপক আসলাম চৌধুরী পারিবারিক কবরস্থানে পূর্বপুরুষদের কবর জিয়ারত করেন। এসময় স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী তার সঙ্গে মোনাজাতে অংশ নেন।

সকাল ৮টায় উত্তর কাট্টলী কর্নেলহাটে হযরত মইনুদ্দিন শাহ (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। পর্যায়ক্রমে তিনি ওভারব্রিজ ফকিরহাটে হযরত কালু শাহ (রহ.), ফৌজদারহাটে হযরত শফিউর রহমান হাশেমী ও মুস্তাকিম হাশেমী (রহ.), ভাটিয়ারীর মাদাম বিবির হাটে শাহজাহানিয়া শাহ (রহ.) এবং সোনাইছড়ি ইউনিয়নের ঐতিহ্যবাহী বারো আউলিয়া মাজার শরিফ জিয়ারত করেন।

এরপর তিনি কুমিরায় ডালচাল মিয়া, বাঁশবাড়িয়ায় ওয়ারিশ শাহ, মুরাদপুর ফকিরহাটে সাদেক মাস্তান এবং সীতাকুণ্ড পৌরসভার পন্থিছিলায় অবস্থিত হযরত পন্থিশাহ (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

মাজার জিয়ারতের পাশাপাশি অধ্যাপক আসলাম চৌধুরী সীতাকুণ্ড এম.এ. কামিল মাদ্রাসার অধ্যক্ষ ওসমান গনি, পন্থিছিলা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষকবৃন্দের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় তিনি দ্বীনি শিক্ষা প্রসার, শিক্ষার্থীদের কল্যাণ এবং নৈতিক সমাজ গঠনে আলেম-ওলামাদের ভূমিকার কথা গুরুত্ব দিয়ে তুলে ধরেন।

এছাড়াও তিনি বিভিন্ন এতিমখানা পরিদর্শন করে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান, তাদের খোঁজ-খবর নেন এবং দোয়া কামনা করেন। মানবিক এই কার্যক্রমে স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়।

গণসংযোগকালে তিনি স্থানীয় জনগণ, ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ করেন।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. মোরসালিন জানান, ধর্মপ্রাণ মানুষের বিশ্বাস ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১২ জন ওলি ও আওলিয়ার মাজার জিয়ারত এবং আলেম সমাজ ও এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে অধ্যাপক আসলাম চৌধুরী শান্তিপূর্ণ, গণমুখী ও মানবিক রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করেছেন।

দিনব্যাপী এ কর্মসূচিতে সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক মঞ্জুরুল আলম মঞ্জু, আকবর শাহ থানার সাবেক সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন চৌধুরী, উত্তর কাট্টলী বিএনপির আহ্বায়ক আলহাজ রফিক উদ্দিনসহ উপজেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এদিকে বিকেলে চট্টগ্রাম-৪ নির্বাচনি এলাকার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে ধানের শীষ ও অধ্যাপক আসলাম চৌধুরীর সমর্থনে একযোগে গণমিছিল অনুষ্ঠিত হয়। নেতাকর্মীদের প্রত্যাশা, প্রথম দিনের এ কর্মসূচির মাধ্যমে নির্বাচনি মাঠে ধানের শীষের পক্ষে জনসমর্থন আরও বিস্তৃত হবে।

দলীয় কর্মীকে শুয়োরের বাচ্চা বললেন এমপি প্রার্থী

নির্বাচনি মিছিলে গিয়ে বিএনপি নেতার মৃত্যু

নির্বাচনে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি: মঞ্জু

টেকনাফে সমুদ্র সৈকত ভেসে আসলো অজ্ঞাত শিশুর লাশ

নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে: সেনাপ্রধান

বিলাসী জীবন ত্যাগ করে সন্দ্বীপবাসীর সেবা করতে এসেছি: অধ্যাপক আমজাদ

জঙ্গল সলিমপুরে র‍্যাব কর্মকর্তাকে হত্যা, গ্রেপ্তার ২

সুষ্ঠু নির্বাচনে সক্রিয় থাকবে সেনাবাহিনী: সেনাপ্রধান

চট্টগ্রামে অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা

থানচিতে বিএনপি প্রার্থী জেরির নির্বাচনি প্রচার শুরু