হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় কৃষিজমির মাটি কেটে বিক্রির দায়ে লাখ টাকা জরিমানা

গোমতী নদী পাড়ে প্রশাসনের অভিযান

উপজেলা প্রতিনিধি, তিতাস (কুমিল্লা)

ছবি: আমার দেশ

কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নে গোমতী নদীর পাড় ও আশপাশের একাধিক কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, প্রশাসনের নজরদারির অভাবে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে অবৈধ এ কার্যক্রম চালিয়ে আসছে। তবে স্থানীয় সাংবাদিকদের তৎপরতায় অবশেষে নড়েচড়ে বসেছে প্রশাসন।

সরজমিনে গিয়ে দেখা যায়, ভিটিকান্দি ইউনিয়নের দড়িকান্দি এলাকায় মেসার্স এমএমআর ব্রিকস ফিল্ডের পাশের গোমতী নদীর পাড়ঘেঁষা সরকারি খাসজমি থেকে মাটি কেটে নেওয়া হয়েছে। সেখানে একটি ভেকু (এক্সকাভেটর) থাকলেও লোকজনের উপস্থিতি দেখা যায়নি।

অন্যদিকে, একই ইউনিয়নের জগৎপুর গ্রামসংলগ্ন মেসার্স ন্যাশনাল ব্রিকস ম্যানুফ্যাকচারের পাশ থেকে গোমতী নদীর পাড় কেটে ট্রাক্টর ট্রলির মাধ্যমে মাটি অন্যত্র নিয়ে যেতে দেখা গেছে। এ কাজে একাধিক ভেকু ব্যবহার করা হচ্ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, নদীর পাড় ও ফসলি জমি থেকে নির্বিচারে মাটি কেটে নেওয়ায় কৃষিজমির উর্বরতা নষ্ট হচ্ছে। পাশাপাশি গোমতী নদীর পাড় দুর্বল হয়ে পড়ায় বেড়িবাঁধ ভেঙে যাওয়ার ঝুঁকি বাড়ছে।

ভারী যান চলাচলের কারণে এলাকার সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ধুলোবালুর কারণে জনদুর্ভোগ চরমে উঠেছে। অনেক জমিতে স্বাভাবিক ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে, কোথাও কোথাও জমি চাষের অনুপযোগী হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাদের অভিযোগ, প্রশাসনের দৃশ্যমান ব্যবস্থা না থাকায় একটি মহল সরকারি জমির মাটি কেটে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।

এদিকে রোববার সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনার নেতৃত্বে দড়িকান্দি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে মাটি কাটার দায়ে ভেকুচালক আব্দুল মান্নান ও মো. মামুনকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা বলেন, ‘রোববার বিকেলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ভেকুচালকদের ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে ভেকুগুলো সরিয়ে নেওয়া হয়েছে।’

এসআই

কুমিল্লায় অর্ধকোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি উদ্ধার

জমি নিয়ে বিরোধে আপন ভাইকে হত্যার অভিযোগ

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ব্যারিস্টার মওদুদ আহমদের স্ত্রী

রামগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

সীমান্তে গুলিবিদ্ধ সাত বছরের সেই শিশু লাইফ সাপোর্টে

সাতকানিয়ায় পাহাড় কাটার বিরুদ্ধে যৌথ অভিযান

হাসপাতালের ওটিতে গ্যাসের চুলায় রান্না, বরখাস্ত হলেন সেই দুই নার্স

টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে উড়ে গেল বাংলাদেশির পা

ইতিহাসের সাক্ষী ব্রিটিশ যুদ্ধের সময় নির্মিত বিমানবন্দর

নিহত জামায়াত কর্মীর মাথায় ১৩টি গুলির ছিদ্র