হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ

বাসচাপায় হেফাজত নেতার মৃত্যু

উপজেলা প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম)

ছবি: আমার দেশ

হাটহাজারী-রাউজান মহাসড়কে বাসচাপায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী নেতা সোহেল চৌধুরীর মৃত্যুর ঘটনায় চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক অবরোধ করেছে নেতাকর্মীরা। এর ফলে বুধবার সকাল ৭টা থেকে চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন অফিস মুখি, স্কুল-কলেজের হাজারো শিক্ষার্থী, চাকরিজীবী ও পথচারীরা।

জানা যায়, হাটহাজারী কলেজ গেইট, রাঙামাটি ও খাগড়াছড়ির প্রবেশদ্বার হাটহাজারী বাসস্ট্যান্ড, হাটহাজারী বাজার, গুরুত্বপূর্ণ স্থানে হেফাজতের নেতাকর্মীরা অবস্থান নিয়ে বেরিকেট সৃষ্টি করে। এতে করে সড়কে যান চলাচল একেবারে বন্ধ রয়েছে। সম্পূর্ণ অচল হয়ে পড়েছে চট্টগ্রাম-রাঙামাটি এবং চট্টগ্রাম-খাগড়াছড়ি যোগাযোগ ব্যবস্থা।

হাটহাজারী উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ইমরান শিকদার বলেন, মঙ্গলবার (৭ অক্টোবর) হেফাজতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা সোহেল চৌধুরীকে হাটহাজারী-রাউজান মহাসড়কের শান্তির দ্বীপ এলাকায় একটি বাস পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে হেফাজত নেতা মারা যান।

তিনি আরও বলেন, ঘটনার পর পর হেফাজত সদস্যরা ঘাতক ড্রাইভার, গাড়ি এবং মরদেহ নিয়ে রাউজান হাইওয়ে থানায় গিয়ে মামলা করতে চাইলে পুলিশ তাদের নিজেদের মতো করে মামলার এজাহার লেখার প্রস্তাব দেয়। এতে হেফাজত নেতারা রাজি না হয়ে মামলার এজাহারে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করতে বলেন। এতে পুলিশ অস্বীকৃতি জানিয়ে মামলা নেয়নি। যার প্রতিবাদে আজ সকাল থেকে হাটহাজারী উপজেলায় হেফাজতের নেতাকর্মীরা সড়ক অবরোধ করছে।

বিজয় দিবসে সাতকানিয়ায় জামায়াতের যুব র‍্যালি

ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাইক রাইডার নিহত

বিজয় দিবসে চট্টগ্রামে শহীদদের স্মরণ

বাঁশখালীর বিষমুক্ত শুঁটকি রপ্তানি হচ্ছে বিদেশে

ঈদগাঁওয়ে সেচ বাঁধের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বাঁশখালীতে একদিনের ব্যবধানে চার অস্ত্র উদ্ধার, আটক ৪

আমাদের কঠোর হতে বাধ্য করবেন না: জেলা প্রশাসক

তিতাসে নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট

১৬ ডিসেম্বর ঘিরে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনা

বেলাবতে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার