হোম > সারা দেশ > চট্টগ্রাম

আলিফ হত্যা মামলা: বিচার শুরু হবে দায়রা জজ আদালতে

চট্টগ্রাম ব্যুরো

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার বিচার কার্যক্রম শুরুর জন্য মামলাটি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে পাঠানোর আদেশ দিয়েছেন । মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত–১ এর ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক এ আদেশ দেন।

এ সময় আদালতে উপস্থিত ছিলেন আলিফের বাবা ও মামলার বাদী জামাল উদ্দিন।

মামলার আদেশের পরই বাদী জামাল উদ্দিন চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রী বরাবর মামলাটি বিশেষ ট্রাইব্যুনালে প্রেরণের জন্য আবেদন করেন।

মামলার তদন্ত শেষে গত ১ জুন ২০২৫ চার্জশিট দাখিল করা হয় এবং ১৫ আগস্ট আদালত তা গ্রহণ করেন। চার্জশিটে মোট ৩৯ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১৭ জন পলাতক থাকায় তাদের গ্রেপ্তারে পরোয়ানা, সম্পত্তি ক্রোক ও হুলিয়া জারি করা হয়েছে। পলাতকদের ধরতে পত্রিকায় বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে।

সরকারি কৌশলী রায়হান ওয়াজেদ চৌধুরী জানান, নিম্ন আদালতের সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় মামলাটি এখন বিচার উপযোগী হয়েছে। এ কারণে বিচার শুরু করতে মামলাটি দায়রা জজ আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গণঅভ্যুত্থান–পরবর্তী সময়ে সংঘটিত এই হত্যাকাণ্ড সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। উগ্রবাদী সংগঠন ইসকনের সন্ত্রাসীদের হাতে নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। এত গুরুত্বপূর্ণ মামলা হলেও দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার বিষয়ে এখনো সরকারের পক্ষ থেকে কোনো স্পষ্ট সিদ্ধান্ত না থাকায় জনমনে উদ্বেগ রয়েছে। ন্যায়বিচার নিশ্চিত করতে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর দাবি জানিয়েছেন আসছিলেন, আইনজীবী ও সংশ্লিষ্টরা।

দল ব্যবস্থা নিলেও স্বতন্ত্র নির্বাচন করবো: রুমিন ফারহানা

মুরাদনগরে স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যা করলো স্বামী

পটিয়ায় দলীয় প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন ফরম নিলেন বিএনপির দুই নেতা

হাতিয়ায় চর দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৫

ওসমান হাদী ছিলেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে

বদলির আদেশ জারি হলেও বনবিভাগের ড্রাইভার এখনো বহাল তবিয়তে

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, ফেনীতে বিএনপির আনন্দ মিছিল

মাহফিলে এসে ইসলাম ধর্ম গ্রহণ করলেন পুলিশ সদস্য

বিএনপি প্রার্থীর বক্তব্য দেয়ার সময় ‘ভুয়া ভুয়া’ স্লোগান

নিজাম হাজারীসহ ৭১ পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা