হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিএনপি ক্ষমতায় এলে ১৭ বছরের দুর্নীতি বন্ধ হবে

হাইমচরে বিএনপি প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক

উপজেলা প্রতিনিধি, হাইমচর (চাঁদপুর)

ছবি: আমার দেশ

বিএনপির কেন্দ্রীয় প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, গত ১৭ বছরের দুর্নীতির মহোৎসব বন্ধ করে দেশকে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করা হবে।

তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় এলে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হলে সারা দেশের মতো হাইমচর উপজেলাকেও সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ও একটি আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলা হবে।

শুক্রবার সকালে হাইমচর উপজেলার ৩নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের বর্ডারপুল এলাকায় আয়োজিত এক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ ফরিদ আহমেদ মানিক আরও বলেন, “বিএনপি সব সময় জনগণের কল্যাণে রাজনীতি করে। ধানের শীষ জয়ী হলে মানুষের জীবনযাত্রার সব সংকট ও সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে।”

ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন বাচ্চুর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সহভাপতি খলিলুর রহমান গাজী, উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক ও সাধারণ সম্পাদক নুরুল আমিন আকাশ।

পথসভা শেষে তিনি দিনব্যাপী প্রচারের অংশ হিসেবে দক্ষিণ আলগীর সওদাগরবাড়িতে এবং পরে হাইমচর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সংলগ্ন বাড়িতে গাজীপুর ইউনিয়নের ভোটারদের সঙ্গে পৃথক দুটি উঠান বৈঠকে অংশ নেন।

যুবলীগ নেতার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

কুমিল্লায় গাড়িবহরে হামলার ঘটনায় ২১৫ জনের নামে মামলা

চাঁদপুরে জামায়াত সেক্রেটারির নির্বাচনি জনসমাবেশ শনিবার

হাসিনার চেয়ে দেশে বড় হুমকিবাজ আর কেউ ছিল না

খালেদা জিয়াকে নিয়ে যা বললেন জামায়াত আমির

লক্ষ্মীপুরে বিকেলে বক্তব্য দেবেন জামায়াত আমির

৩৬টি জেলায় সরকারি মেডিকেল কলেজ করা হবে

কুমিল্লা টাউন হলের সভায় যোগ দেবেন জামায়াত আমির

ধনাগোদা নদী অচল থাকায় বন্ধ আট লঞ্চঘাট, বাড়ছে দুর্ভোগ

বাঁশখালীতে বিএনপির গলার কাঁটা স্বতন্ত্র প্রার্থী, সুবিধা পেতে পারে জামায়াত