হোম > সারা দেশ > চট্টগ্রাম

সেই ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন ডিসি রিনি

জেলা প্রতিনিধি, বান্দরবান

বিশ্ব পর্যটন দিবসে বান্দরবান জেলা প্রশাসনের একটি পরিচ্ছন্নতা অভিযান উদ্যোগ সমালোচিত হয়েছে। অভিযানের আগে নিজেরাই ময়লা ফেলে তা পরিষ্কার করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি।

রোববার গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জেলা প্রশাসক শামীম আরা রিনি ভাইরাল ভিডিও প্রসঙ্গে বলেন, আমার অজান্তেই একটি অনাকাঙ্খিত ঘটনার কারণে জেলা প্রশাসনের একটি উদ্যোগ সমালোচিত হলো। এ বিষয়ে আমার জানা ছিল না, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি দেখেছি।

ভিডিও দেখার পর তিনি স্টাফদের কাছে জানতে চান। তারা ডিসিকে জানান, যেহেতু পর্যটন কেন্দ্রে ময়লা ছিল না, তাই কিছু প্লাস্টিকের বোতল ও পলিথিন ফেলে দেওয়া হয়েছিল, যা পরিচ্ছন্নতা অভিযানের সময় স্বেচ্ছাসেবীরা তুলে নেবেন। তবে কে বা কারা এই কাজটি করতে বলেছেন, তা তারা জানাতে পারেননি। ডিসি আরও বলেন, যে স্থানে প্লাস্টিকের সামগ্রী ফেলা হয়েছিল, তারা সেদিকে যাননি এবং বিষয়টি অনাকাঙ্খিত। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলার অন্যতম পর্যটন কেন্দ্র মেঘলা পর্যটন কেন্দ্রে ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক অপসারণ অভিযান’-এর উদ্বোধন করা হয়। উদ্বোধনের আগে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি তাদের পলিথিনের ব্যাগ থেকে খালি প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেটসহ বিভিন্ন প্লাস্টিক সামগ্রী চারপাশে ছিটিয়ে দিচ্ছেন। এরপর পরিচ্ছন্নতা কর্মী ও স্বেচ্ছাসেবীরা সেই ফেলে দেওয়া প্লাস্টিক সামগ্রী তুলে নিচ্ছেন। ‘নিজেরাই ময়লা-আবর্জনা ফেলে নিজেরাই চালালেন পরিচ্ছন্নতা অভিযান’ শিরোনামে ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তা দ্রæত ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

এদিকে, বিশ্ব পর্যটন দিবস অনুষ্ঠানে ডিসি শামীম আরা রিনি সাংবাদিকদের বলেন, বান্দরবানবাসীর সহযোগিতায় তারা নতুন পর্যটন স্পট চালু করতে এবং পর্যটন নগরীকে এগিয়ে নিতে চান।

চট্টগ্রামে সবচেয়ে ধনী প্রার্থী বিএনপির, গরিব জামায়াতের প্রার্থী

চসিকের সাবেক কাউন্সিলর সুমন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

ধানমন্ডিতে ৫টি ফ্ল্যাট ও ৫ কাঠা জমির মালিক ব্যারিস্টার রুমিন, নগদ অর্থ কত?

সাতকানিয়ায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

৪৫৭ কোটি টাকার মালিক আসলাম চৌধুরীর ঋণ ১৭০০ কোটি

চাঁদপুরে অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মনোনয়নপত্র দাখিল

বাড়ি-গাড়ি নেই জামায়াত প্রার্থী আনোয়ার ছিদ্দিকের

সাতকানিয়ায় খালেদা জিয়ার গায়েবানা জানাজায় মানুষের ঢল

রাউজানে খালেদা জিয়ার গায়েবানা জানাজায় মানুষের ঢল

কালো পতাকায় ছেয়ে গেছে ফেনী, দোয়া-মোনাজাতে খালেদা জিয়াকে স্মরণ