হোম > সারা দেশ > চট্টগ্রাম

জুলাই শহীদের ভাইকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর ছুরিকাঘাত

উপজেলা প্রতিনিধি, লোহাগাড়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীর ছুরিকাঘাতে হত্যাচেষ্টার শিকার হয়েছেন জুলাই শহীদ ইশমামের ভাই মুহিব। তিনি ঢাকার চানখারপুলে হত্যাকাণ্ডের ঘটনায় পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী। শনিবার রাতেই হামলাকারীদের একজন ছাত্রলীগ নেতা মিনহাজকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

এর আগে শনিবার (২০ ডিসেম্বর) মাগরিবের নামাজের পর লোহাগাড়া স্টেশন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আকস্মিকভাবে একদল ছাত্রলীগ কর্মী মুহিবের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মুহিবকে উদ্ধার করে লোহাগাড়া সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। হামলার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

আহতের পরিবারের অভিযোগ, এটি পূর্বপরিকল্পিত হত্যাচেষ্টা এবং এর পেছনে রাজনৈতিক প্রতিহিংসা কাজ করেছে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লোহাগাড়া উপজেলা সমন্বয়কারী জহির উদ্দিন এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, হামলায় জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। জুলাইযোদ্ধাসহ মামলার বাদীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রকাশ্য স্থানে এ ধরনের হত্যাচেষ্টার ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যেও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মনোনয়ন সংগ্রহ করলেন লায়ন আসলাম চৌধুরী

ফেনীতে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

ঋণের নামে ৬ হাজার ২৪৩ কোটি টাকা আত্মসাৎ

বিএনপি নেতার বসতঘরে নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পায়নি পুলিশ

ফ্লাইওভারের পিলারে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কা, আহত ১১ আনসার সদস্য

কুমিল্লা- ২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন খালেদার জিয়ার সাবেক এপিএস

লিফলেট বিতরণকালে মহিলা দল সভাপতির উপর মোটরসাইকেল উঠিয়ে দিল আ. লীগ নেতা

ফেনীতে বিএনপি নেতার বিরুদ্ধে মাদ্রাসায় তালা দেওয়ার অভিযোগ

এনসিপি নেতা হান্নান মাসউদকে হত্যার হুমকি দেয়া সেই যুবক গ্রেপ্তার

সেন্টমার্টিন ভ্রমণে খরচ ও ভোগান্তি বেড়েছে পর্যটকদের