হোম > সারা দেশ > চট্টগ্রাম

যুবককে হত্যার ৯৯ দিন পর ব্যাগবন্দি মাথার খুলি উদ্ধার

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার তিতাসে যুবককে হতয়ার ৩ মাস ৯দিন পর উপজেলার মজিদপুর বাজারের উত্তর পাশে ত্রিমুখী খাল থেকে ব্যাগবন্দি একটি মাথার খুলি উদ্ধার করেছে তিতাস থানা পুলিশ।

শনিবার সকালে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে মাথার খুলি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, স্থানীয় কিশোররা খালে মাছ ধরতে নামে, তখন তাদের পায়ে একটি ব্যাগ লাগলে তারা উৎসাহী হয়ে ব্যাগটি উপরে তুলে খুলে দেখে ব্যাগের মধ্যে একটি ইট ও একটি মানুষের মাথা, তখন তারা আতকে উঠে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশকে খবর দেয়। তাৎক্ষণিক তিতাস পুলিশ ঘটনা স্থলে গিয়ে মাথার খুলি থানায় নিয়ে আসে।

প্রসঙ্গত চলতি বছরের ১০ আগস্ট উপজেলার শাহাবৃদ্ধি গ্রামের নজরুল ইসলামকে (৩২) পরকীয়ার জেরে স্বামী-স্ত্রী মিলে হত্যা করে ৮ টুকরো করে ৪ টি ব্যাগে ভরে খালে ফেলে দেয়। তখন তিতাস থানা পুলিশ দুই দিন অভিযান চালিয়ে একটি ব্যাগে দুই হাত এবং তার ৩ দিন পর দুই পায়ের ৪ টুকরো একটি ব্যাগে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ বাকী মাথা ও শরীরের বডি পাওয়া যায়নি। ৯৯ দিন পর শনিবার (১৫ নভেম্বর) মাথার খুলি পাওয়া যায় খালে।

পুলিশ ও এলাকাবাসী ধারনা করছেন উদ্ধারকৃত মাথার খুলিটি নজরুলেরই হবে।

তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ সাইফুল্লাহ বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর প্রাপ্ত হয়ে সাথে সাথে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মাথার খুলিটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। তিনি আরও বলেন, নজরুল হত্যায় জরিত গ্রেফতারকৃত আসামীর ১৬৪ ধরা জবানবন্দিতে যা বলেছেন তাতে ধারণা করা হচ্ছে এটা নিহত নজরুলের মাথার খুলি। ফরেনসিক পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর নিশ্চিতভাবে বলা যাবে উদ্ধার হওয়া খুলিটি নজরুলের কি না। এর আগে নজরুলের ৬ টুকরো উদ্ধার করেছে পুলিশ।

চরফ্যাশনে ইসলামী আন্দোলনের সভাপতি যোগ দিলেন জামায়াতে

সন্ত্রাসীদের অভয়ারণ্য সীতাকুণ্ডের ছলিমপুর

নোয়াখালীতে হাজতখানায় পরিবার নিয়ে দুই আ.লীগ নেতার ‘বেয়াইখানা’

সীতাকুণ্ডে নিহত র‍্যাব কর্মকর্তা আব্দুল মোতালেবের দাফন সম্পন্ন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বহুতল ভবন নির্মাণ, সংঘর্ষের আশঙ্কা

বাবা… তুমি আমাদের রেখে চলে গেলে কেন?

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানাকে গুড়িয়ে দেওয়া হবে: র‍্যাব ডিজি

বিউটি পার্লার থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

বিদেশি পিস্তল ও ইয়াবা নিয়ে ধরা মাদক কারবারি বর্মাইয়া রফিক

হান্নান মাসউদের পক্ষে পূর্ণ সমর্থন ঘোষণা ১০ দলীয় জোটের