হোম > সারা দেশ > চট্টগ্রাম

রামগঞ্জে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে হত্যা

উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুরের রামগঞ্জে দাবিকৃত চাঁদা না দেয়ায় মো. ইউসুফ হোসেনের (৩৮) ছুরিকাঘাতে আনোয়ার হোসেন নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের সাহারপাড়া গ্রামের ব্যাপারী বাড়ির আনোয়ারের চা দোকানে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, ভোলাকোট ইউনিয়ন যুবদলের কর্মী, এলাকার চিহ্নিত সন্ত্রাসী ইউসুফ দীর্ঘদিন যাবৎ সাহারপাড়া গ্রামের ব্যাপারী বাড়ির চা দোকানদার ও মুদি ব্যবসায়ী আনোয়ার হোসেনের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। কিন্তু আনোয়ার চাঁদা দিতে সব সময়ই অপারগতা প্রকাশ করেন। মঙ্গলবার সকাল ১০টায় দাবিকৃত চাঁদার টাকা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আনোয়ারের বুকে ও পিঠে ইউসুফ উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে আনোয়ারকে রামগঞ্জ সরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে রামগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কবির হোসেন কানন জানান, ইউসুফ যুবদলের একজন কর্মী। উপজেলার বিভিন্ন প্রোগ্রামে তাকে অংশগ্রহণ করতে দেখেছি।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারী জানান, দাবিকৃত চাঁদা পরিশোধ না করায় বাগবিতণ্ডার একপর্যায়ে ইউসুফ ছুরিকাঘাতে আনোয়ারকে হত্যা করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করেছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

১৭ বছরে ১৭ সেকেন্ড দেখিনি বিএনপি মনোনীত প্রার্থীকে

লঞ্চঘাটে ‘চাঁদা’ তুলতে গিয়ে ছাত্রদল নেতা আটক

অবশেষে ছোটো সাজ্জাদকে রাজশাহী ও স্ত্রীকে ফেনী কারাগারে স্থানান্তর

‘জ্যেষ্ঠ নেতাদের ভাষার দুর্ভিক্ষের’ অভিযোগে পদত্যাগ এনসিপি নেতার

নোবিপ্রবিতে রিসার্চ প্রপোজাল রাইটিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

এমন ভাষা আ.লীগও ব্যবহার করতো, শাহাজাহান চৌধুরীকে বিএনপি প্রার্থী

আপনার পত্রিকা থাকবে কিন্তু আপনি থাকবেন না

আমার দেশ অনলাইনে সংবাদ প্রকাশের পর বৃদ্ধার পাশে উপজেলা প্রশাসন

মাদক মামলায় মায়ের যাবজ্জীবন, দুই সন্তানের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

খেলার মাঠ থেকে ফেরা হলো না তাহমিদের‎