হোম > সারা দেশ > চট্টগ্রাম

সন্দ্বীপে খোলাবাজারে দেদারসে বিক্রি হচ্ছে পেট্রোল

শামসুল আজম মুন্না, সন্দ্বীপ (চট্টগ্রাম)

নির্বাচনি আমেজ ছাপিয়ে চট্টগ্রাম- ৩ (সন্দ্বীপ) আসনে এখন নতুন এক আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে খোলাবাজারে পেট্রোলের অস্বাভাবিক বিক্রি। গত কয়েক দিনে দ্বীপের বিভিন্ন হাট-বাজার ও অলিগলিতে বোতলজাত পেট্রোলের বেচাকেনা বহুগুণ বেড়েছে। প্রশাসনের নজরদারি এড়িয়ে এভাবে জ্বালানি তেল ছড়িয়ে পড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নিরাপত্তা বিশ্লেষক ও সচেতন মহল। তাদের আশঙ্কা, এই পেট্রোল ব্যবহার করে ‘পেট্রোল বোমা’ তৈরির মাধ্যমে নির্বাচনকালীন বড় ধরনের নাশকতার ছক আঁকা হতে পারে।

সরেজমিনে দেখা গেছে, সন্দ্বীপের ছোট-বড় বিভিন্ন বাজারের মুদি দোকান থেকে শুরু করে রাস্তার ধারের অস্থায়ী দোকানগুলোতেও কাঁচের বা প্লাস্টিকের বোতলে ভরে পেট্রোল বিক্রি করা হচ্ছে। কোনো প্রকার লাইসেন্স বা অগ্নিনির্বাপক ব্যবস্থা ছাড়াই অবাধে চলছে এই কারবার। বিক্রেতারা বলছেন, মোটরসাইকেলের চাহিদা মেটাতে তারা এই তেল বিক্রি করছেন। তবে সাধারণ সময়ের তুলনায় গত এক সপ্তাহে বিক্রির পরিমাণ কয়েক গুণ বেড়ে যাওয়ায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন, নির্বাচনের ঠিক আগে এভাবে পেট্রোল মজুত বা অবাধ সরবরাহ মোটেও স্বাভাবিক নয়। নিরাপত্তা বিশ্লেষক ফাহাদ আল রিমন আমার দেশকে বলেন, নির্বাচনী সহিংসতায় পেট্রোল বোমা একটি ভয়াবহ মারণাস্ত্র হিসেবে ব্যবহৃত হয়। সন্দ্বীপের মতো দুর্গম এলাকায় যদি এভাবে খোলাবাজারে পেট্রোল ছড়িয়ে পড়ে, তবে দুর্বৃত্তরা খুব সহজেই তা সংগ্রহ করে নাশকতা চালাতে পারে। বিশেষ করে নির্জন এলাকা বা রাজনৈতিক মিছিলে হামলার উদ্দেশ্যে এসব ব্যবহার করার ঝুঁকি প্রবল।

দ্বীপের সাধারণ ভোটাররা এই পরিস্থিতিকে দেখছেন ভয়ের চোখে। অনেক ব্যবসায়ী আশঙ্কা করছেন, নির্বাচনের আগে বা পরে রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে এই জ্বালানি তেলের অপব্যবহার হতে পারে। অবৈধভাবে দাহ্য পদার্থ বিক্রির বিরুদ্ধে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে তাদের কঠোর অবস্থানের কথা বলা হলেও দৃশ্যমান কোনো কার্যক্রম নেই। স্থানীয়দের দাবি, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে খোলাবাজারে পেট্রোল বিক্রি দ্রুত বন্ধ করা প্রয়োজন। বিশেষ করে যারা ড্রাম বা বড় কন্টেইনারে করে পেট্রোল মজুত করছে, তাদের পরিচয় ও উদ্দেশ্য খতিয়ে দেখার জোর দাবি উঠেছে।

এ বিষয়ে জানতে চাইলে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা আমার দেশকে জানান, ইতিমধ্যে বিষয়টি গুরুত্বের সাথে আমলে নিয়েছি। যারা সরকারি নিয়ম অমান্য করে ঝুঁকি তৈরি করছেন, তাদের বিরুদ্ধে দ্রুত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আইন-শৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

ময়মনসিংহ-১১ আসনের এমপি প্রার্থী ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে শোকজ

আগামী ১২ ফেব্রুয়ারি গণতন্ত্র উত্তরণের দিন: সৈয়দ আবদাল আহমদ

পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ২০ জন আহত

যারা নারীদের রাস্তায় দেখলে কাপড় খোলে ফেলার হুমকি দেয় তারা কোন প্রজাতির

কেন্দ্র পাহারা দেবেন, কেউ যেন বাক্স ছিনতাই করতে না পারে

চৌদ্দগ্রামে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত ৮

একটি দল সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়: শিবির সভাপতি

যৌথবাহিনীর অভিযানে ওয়াকিটকি ও এ্যামোনিশনসহ আরসা সদস্য আটক

আপনারা এমন কাউকে নির্বাচিত করবেন, যার দ্বারা দেশ উপকৃত হবে

ধানের শীষে ভোট দিলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে: সালাহউদ্দিন আহমদ