হোম > সারা দেশ > চট্টগ্রাম

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার বাদী দুদক কর্মকর্তাকে প্রত্যাহার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

আওয়ামী লীগ সরকার আমলে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) করা মামলার বাদী গুলশান আনোয়ার প্রধানকে প্রত্যাহার করা হয়েছে। তাকে দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয় থেকে পিরোজপুরে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) দাউদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা দেয়া হয়েছে।

ওই আদেশে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের উপপরিচালক (গোয়েন্দা ইউনিট) মো. রাশেদুল ইসলামকে কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক হিসেবে দায়িত্বগ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে।

দুদকের এই আদেশে কমিশনের ৬ জন উপপরিচালককে বিভিন্ন এলাকায় বদলি করা হয়। বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৭ জুলাই তারিখের মধ্যে সংশ্লিষ্ট কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।

শেখ মুজিবুর রহমানকে ‘বাঙালির প্রথম রাষ্ট্রের স্রষ্টা’ দাবি করা দুদক কর্মকর্তা গুলশান আনোয়ার প্রধানকে কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ে বদলির পর সর্বপ্রথম আমার দেশে প্রতিবেদন প্রকাশ হলে সরকারের বিভিন্ন মহলে তোলপাড় শুরু হয়। একই ভাবে তাকে কক্সবাজার থেকে প্রত্যাহার করার জন্য স্থানীয় ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর দাবি উঠে। অবশেষে বৃহস্পতিবার তাকে কক্সবাজার থেকে প্রত্যাহার করে পিরোজপুরে বদলি করা হয়েছে। ইতঃপূর্বে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি তাকে দুদকের প্রধান কার্যালয় থেকে কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ে বদলি করা হয়েছিল।

কক্সবাজারে উপ-পরিচালক হিসেবে বদলি হয়ে আসার সাড়ে ৫ মাসের মাথায় তাকে প্রত্যাহার করা হলো। দুদক সূত্র দাবি করে, গুলশান আনোয়ার প্রধানকে ‘শাস্তিমূলক’ বদলি হিসেবে দুদকের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, এই গুলশান আনোয়ার প্রধান দুদকের কেন্দ্রীয় কার্যালয়ে উপপরিচালক (মানিলন্ডারিং) থাকাকালে ড. মুহাম্মদ ইউনূসসহ গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে শুধু মামলাই করেননি, তিনি ড. ইউনুসসহ গ্রামীণ টেলিকমের ১৪ জন কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিটও দিয়েছিলেন। ২০২৩ সালের ৩০ মে উপ-পরিচালক হিসেবে মামলাটি করেছিলেন তিনি।

যদিও চলতি বছরের ২৩ এপ্রিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের এক রায়ে ওই মামলাটি বাতিল হয়ে গেছে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতি সর্বসম্মতিক্রমে মামলা বাতিলের এই রায় দেন।

ওই মামলায় দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগ এনে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনুসসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছিলেন।

নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল উল্টে বিএনপি নেতা নিহত

চরফ্যাশনে ইসলামী আন্দোলনের সভাপতি যোগ দিলেন জামায়াতে

সন্ত্রাসীদের অভয়ারণ্য সীতাকুণ্ডের ছলিমপুর

নোয়াখালীতে হাজতখানায় পরিবার নিয়ে দুই আ.লীগ নেতার ‘বেয়াইখানা’

সীতাকুণ্ডে নিহত র‍্যাব কর্মকর্তা আব্দুল মোতালেবের দাফন সম্পন্ন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বহুতল ভবন নির্মাণ, সংঘর্ষের আশঙ্কা

বাবা… তুমি আমাদের রেখে চলে গেলে কেন?

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানাকে গুড়িয়ে দেওয়া হবে: র‍্যাব ডিজি

বিউটি পার্লার থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

বিদেশি পিস্তল ও ইয়াবা নিয়ে ধরা মাদক কারবারি বর্মাইয়া রফিক