হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনীতে মসজিদের ইমামকে ‘রাজকীয়’ বিদায়

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীতে মসজিদের ইমাম মাওলানা আবু বক্করকে ‘রাজকীয়’ বিদায় সংবর্ধনা দিয়েছে মুসুল্লিরা। শুক্রবার জেলার সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুর দোস্ত মোহাম্মদ মিয়াজি জামে মসজিদ কমিটির এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা।

এসময় ইমাম মাওলানা আবু বক্করকে ক্রেস্ট, নগদ টাকা, মানপত্র ও উপহার সামগ্রী প্রদান করে আনন্দ মিছিলসহ ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিদায় দেয়া হয়।

জানা যায়, ছাত্র জীবনে ওই মসজিদের মক্তবে সকালে এলাকার ছোট ছেলে-মেয়েদের কোরআন পাঠদানের মাধ্যম দিয়ে মাওলানা আবু বক্কর কর্মজীবন শুরু করেন।

মাওলানা আবু বক্করের জন্ম ১৯৭২ সালে স্থানীয় শিবপুর গ্রামে। শৈশব থেকে তিনি ইসলামী শিক্ষায় আগ্রহী ছিলেন। প্রাথমিক পড়াশোনার পর ‘লস্কর হাট ইসলামীয়া আলিম মাদ্রাসা’ থেকে ১৯৮৭ সালে দাখিল এবং ১৯৮৯ সালে আলিম পাস করেন। পরে ফেনী আলিয়া মাদ্রাসা থেকে ১৯৯১ সালে ফাজিল এবং ১৯৯৩ সালে কামিল শেষ করেন।

১৯৯৬ সালে তিনি শিবপুর দোস্ত মোহাম্মদ মিয়াজি জামে মসজিদের ইমাম হিসেবে কর্মজীবন শুরু করেন। যদিও প্রথমদিকে মসজিদ থেকে কোন সম্মানী নিতেন না। তবে, মসজিদের জমি-জমার চাষাবাদ করে জীবন চলতেন। গত চার বছর ধরে তাকে মাসে ৪ হাজার টাকা সম্মানী প্রদান করা হতো।

এলাকাবাসী ও মুসল্লীদের প্রতি ভালোবাসা, ধৈর্যশীলতা ও আন্তরিক ব্যবহারের কারণে তিনি সবার কাছে অত্যন্ত সম্মানিত ব্যক্তিতে পরিনত হয়ে পড়েন। শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত কারণে গত ২৮ নভেম্বর দায়িত্ব হস্তান্তর করেছেন। বিদায়ের অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র, তরুণ, যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে ক্রেস্ট, মানপত্র, উপহার সামগ্রী, নগদ সাড়ে ৫ লাখ টাকা এবং ঘোড়ার গাড়ি র‌্যালি আয়োজন করা হয়।

মাওলানা আবু বক্কর বলেন, আমার জীবনের শ্রেষ্ঠ সম্মান পেয়েছি। আপনারা সবাই আমার আগামীর পথচলার জন্য দোয়া করবেন। আল্লাহ তায়ালা যেন আমার ইলম, আমল ও জীবনকে আরও বরকত দান করেন।

এলাকাবাসীর পক্ষে আয়োজক কমিটির সমন্বয়ক মো. জামাল উদ্দিন বলেন, আমাদের গুণিজন শ্রদ্ধেয় মাওলানা আবু বক্কর সাহেবকে আমরা সন্মানের সঙ্গে বিদায় দিতে পেরে আনন্দিত। তিনি অত্যন্ত মানবিক ও ধার্মিক মানুষ ছিলেন। খুব স্বাভাবিক জীবন যাপন করতেন।

উখিয়ায় জামায়াত নেতার ওপর ছাত্রদল নেতাকর্মীর হামলা

ওপারে গোলাগুলি-মর্টারশেল বিস্ফোরণ, এপারে কাঁপছেন মানুষ

কোম্পানীগঞ্জ উদয় এইড ফাউন্ডেশনের উদ্যোগে ৪৫০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি প্রার্থীকে জরিমানা

আমার দেশে সংবাদ প্রকাশের পর আলোচিত প্রকৌশলী সবুজের বদলি

হাদিকে নিষিদ্ধ গুপ্ত বাহিনী হামলা করেছে: শিবির সেক্রেটারি সাদ্দাম

আমার দেশে সংবাদ প্রকাশ: প্রবাসীর দেয়া বাইসাইকেল উপহার পেলেন অজিত দাশ

জামিন পেয়ে জেল থেকে মুক্তির আগেই অপরাধ চক্রে সন্ত্রাসী সবুজ

জাহাজভাঙা শ্রমিকদের ন্যূনতম বেতন ৩৬ হাজার টাকা করার দাবি

শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রীর সাত মামলায় জামিন