হোম > সারা দেশ > চট্টগ্রাম

পাঁচে নতুন মুখ, পাঁচে পুরোনোতেই আস্থা বিএনপির

চট্টগ্রামের ১০টি আসনে প্রার্থী ঘোষণা

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১০টিতে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে পাঁচটি আসনে দেওয়া হয়েছে নতুন প্রার্থী ও অন্য পাঁচটি আসনে দেওয়া হয়েছে পুরোনো প্রার্থী। তবে তাদের মধ্যে নেই আলোচিত প্রার্থী আসলাম চৌধুরী ও কর্নেল আজিম উল্লাহ বাহার।

পাঁচ আসনে নতুন মুখ:

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে সরওয়ার আলমগীর, চট্টগ্রাম-৪ আসনে কাজী সালাউদ্দিনকে প্রার্থী করা হয়েছে। তারা দুজনই নবীন প্রার্থী ও উত্তর জেলা বিএনপির বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক। চট্টগ্রাম- ৫ (হাটহাজারী) আসনে কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার ‍মীর হেলাল উদ্দিন, চট্টগ্রাম ৭ আসনে (রাঙ্গুনিয়া) সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী ও চট্টগ্রাম ১৬ (বাঁশাখালী) আসনে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে মনোনয়ন দেওয়া হয়েছে। তারা নির্বাচনী মাঠে নতুন। এই পাঁচজনের মধ্যে তিনজন সাবেক মন্ত্রীর ছেলে। এর আগে চট্টগ্রাম-১৬ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিল প্রয়াত জাফরুল ইসলাম চৌধুরী। আর ২০১৮ সালের নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) ও চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসন দুটি শরিক দলকে ছেড়ে দিয়েছিল বিএনপি।

পাঁচ আসনে পুরোনো প্রার্থী:

চট্টগ্রামের ঘোষিত ১০ আসনের মধ্যে পাঁচটিতে পুরোনো প্রার্থীরাই মনোনয়ন পেয়েছেন। চট্টগ্রাম ১০- ডবলমুরিং-পাহাড়তলী-হালিশহর, খুলশী) আসনে আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি দলের স্থায়ী কমিটির সদস্য। চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে মনোনয়ন পেয়েছেন উত্তর জেলা বিএনপির বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক ২০১৮ সালের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান। তাকে সম্প্রতি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিস্কার করা হলেও পরে আবার প্রত্যাহার করা হয়।

চট্টগ্রাম-৭ (বোয়ালখালী-চান্দগাঁও-পাঁচলাইশ) আসনে নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম ও চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলি) আসনে সাবেক সংসদ সদস্য সওয়ার জামাল নিজাম মনোনয়ন পেয়েছেন। তাদের সবার পূর্বে নির্বাচন করার অভিজ্ঞতা আছে।

৫ আসনে পরে ঘোষণা করা হবে:

চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ), চট্টগ্রাম-৬ (রাউজান), চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া), চট্টগ্রাম-১১ (বন্দর, পতেঙ্গা, ডবলমুরিং,ইপিজেড, সদরঘাট), চট্টগ্রাম-১৫, (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। আসনগুলোর প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়। আর চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনটি শরিক দল এলডিপিকে ছেড়ে দেওয়া হতে পারে।

ব্যর্থ হলে আর নির্বাচনে আসবো না: ফয়জুল করীম

মনোনয়ন বঞ্চিত দোলার সমর্থকদের কুমিল্লা-নোয়াখালী মহাসড়ক অবরোধ

সীতাকুণ্ডে সালাউদ্দিন মনোনয়ন পাওয়ায় আসলাম চৌধুরীর সমর্থকদের ক্ষোভ

চৌদ্দগ্রামে এতিমখানা-মাদ্রাসায় দুম্বার গোসত বিতরণ

মনোনয়ন পেয়ে উজানী পীরের মাজার জিয়ারতে মিলন

চট্টগ্রামে তিন হেভিওয়েট নেতার উত্তরাধিকারী পেলেন বিএনপির মনোনয়ন

কুমিল্লার রামমালা গ্রন্থাগার ডিজিটালাইজেশন করতে হবে: তথ্য উপদেষ্টা

স্ত্রীর পরকীয়ায় ক্ষুব্ধ স্বামী, প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা

নোয়াখালীতে ট্রাকচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

খালেদা জিয়াকে ফেনী-১ আসনে মনোনয়ন দেয়ায় আনন্দ মিছিল