হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ৫, আহত ২০

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছে। দুর্ঘটনায় আরো ২০ যাত্রী গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে দশ জনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার সন্ধ্যা সোয়া ৬টায় সীতাকুণ্ডের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা লোকাল বাস বটতলা এলাকায় আসলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি রাস্তার পাশে দাঁড়ানো একটি ড্রাম ট্রাকের সাথে সংঘর্ষ লেগে পাশের খাদে পড়ে যায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতির বাসটি হঠাৎ এলোমেলোভাবে বাঁক দিতে থাকে। আমরা কিছু বুঝে ওঠার আগেই বাসটি দাঁড়িয়ে থাকা ট্রাককে সজোড়ে ধাক্কা দেয়। এরপরই বাসসহ আমরা খাদে পড়ে যাই। এ সময় ঘটনাস্থলে চারজন নিহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস দ্রুত আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসারত অবস্থায় সেখানে একজন মারা যান।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত ডা. শারমিন জানান, অন্তত ২০ জন আহত রোগীকে এখানে চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে ১৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের অধিকাংশই মাথায় আঘাতপ্রাপ্ত এবং অন্তত ১০ জনের অবস্থা আশংকাজনক।

নিহত পাঁচজনের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। একজনের নাম কামাল, তার বাড়ি ছাগলনাইয়া। অন্যজন সাহা আলমের বড়ি কুমিল্লায়। তিনি চট্টগ্রামের ইয়াং ওয়ান কারখানায় চাকরিরত ছিলেন।

আহতদের মধ্যে কয়েকজনের নাম পাওয়া গিয়েছে। এদের মধ্যে ইব্রাহিমের বাড়ি চন্দনাইশ, রিঙ্কুর মিটাছড়া, অর্ণবের মিঠাছড়া, জাহাঙ্গীরের ফেনি, নয়ন ও ওরুকনে রানী নাথের সীতাকুণ্ডের জিপিএইচ এলাকায়। আহত অন্যদের পরিচয় পাওয়া যায়নি।

কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ জাকির রব্বানী বলেন, বাস দুর্ঘটনা একজন শিশুসহ পাঁচজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। সীতাকুণ্ড থানার ওসি মুজিবুর রহমান আমার দেশকে বলেন, ঘটনার স্থলেই চারজন নিহত হয়েছেন।

২৯ বাংলাদেশি জেলে-মাঝিকে ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড

হাইমচরের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান গ্রেপ্তার

রাউজানে শিক্ষিকার রাজকীয় বিদায়, ভালোবাসায় সিক্ত জান্নাতুন নাহার

৩০ বছরের জন্য সিপিএ-এর সঙ্গে পিপিপি’র চুক্তি সই কাল

লক্ষ্মীপুরে বিএনপি নেতা খুন, ছাত্রদল কর্মীর ফেসবুকে পোস্ট ‘আউট’

বাংলাদেশের জনগণ নির্বাচনের ট্রেনে উঠে পড়েছে

বিএনপির প্রার্থী কাজী সালাউদ্দিনকে নিয়ে তৃণমূলে অসন্তোষ

‘ধানের শীষ বিজয়ী করা আমার ঈমানি দায়িত্ব’, বললেন বিএনপি প্রার্থী

জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ

চট্টগ্রামে কোস্ট গার্ডের ‘তারুণ্যের উৎসব-২০২৫’ অনুষ্ঠিত